রোববার বিএনপির হরতাল
স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৩ ১৫:৩১ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৩ ১৬:৫৩
২৮ অক্টোবর ২০২৩ ১৫:৩১ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৩ ১৬:৫৩
ঢাকা: সরকার পতনের একদফা দাবি আদায়ে আগামীকাল রোববার (২৯ অক্টোবর) ঢাকাসহ সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।
শনিবার (২৮ অক্টোবর) মহাসমাবেশ পণ্ড হওয়ার ঠিক আগমুহূর্তে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চ থেকে হ্যান্ডমাইকে এই হরতালের ঘোষণা দেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সারাবাংলাকে বলেন, ‘রোববার সারাদেশে হরতাল ডেকেছে বিএনপি। সর্বাত্মকভাবে এই হরতাল পালন করা হবে।’
এর আগে, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দীন স্বপন জানিয়েছিলেন, হরতালের বিষয়ে অফিসিয়ালি মিডিয়া সেলকে কিছু জানানো হয়নি।
সারাবাংলা/এজেড/এমও