Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেগুনবাগিচায় পুলিশকে বিএনপি‘র নেতাকর্মীর ধাওয়া

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৩ ১৪:২৮

ঢাকা: রাজধানীর সেগুনবাগিচাস্থ দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ের সামনে বিএনপি‘র নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (২৮ সেপ্টম্বর) দুপুর সোয়া ১টার দিকে এই ঘটনা ঘটে। এই সময় বিএনপির নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে পুলিশের দিকে তেড়ে যায়। তবে পলিশ কোন ধরনের একশনে যায়নি। ফলে বড় কোনো ধরনের সংর্ঘর্ষ না হলেও এলাকায় উত্তেজনা জড়িয়ে পড়ে। এ সময় শত শত বিএনপি‘র নেতাকর্মী পুলিশকে লক্ষ্য করে লাঠিসোটা নিয়ে আক্রমণ করার চেষ্টা করে। তবে পুলিশ নিশ্চুপ থাকায় বড় ধরনের কোনো সহিৎসতা ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

এ ব্যাপারে বিএনপির নেতাকর্মীদের অভিযোগ পুলিশ দুদক কার্যালয়ের সামনে আগে থেকে অবস্থান নেওয়া বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে করে একাধিক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এই কারণে বিএনপি নেতাকর্মীদের লাঠিসোটা নিয়ে পুলিশকে ধাওয়া দেওয়ার চেষ্টা করেছে। তবে পুলিশ এই ঘটনা অস্বীকার করেছেন।

এ বিষয়ে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা এডিসি মো. সাইফুল ইসলাম সাইফ সারাবাংলাকে বলেন, ‘আমাদের এখানে দায়িত্বরত কোনো পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেনি। অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা।’

তিনি আরও বলেন, ‘কাকরাইল এলাকার দিক থেকে কিছু একটা শব্দ শুনে আমাদের দিকে তেড়ে আসে। আমরা তাদের বোঝাতে সক্ষম হয়েছি, যে আমরা কোনো ধরনের সাউন্ড গ্রেনেড কিংবা টিয়ালসেল নিক্ষেপ করেনি। পরে তারা চলে গেছে।’

অন্যদিকে বিএনপি কর্মী মো. শফিকুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘পুলিশ বিএনপি‘র নেতাকর্মীদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। আমরা এর প্রতিবাদ করেছি। তবে পুলিশ তা অস্বীকার করায় আমরা বিএনপি‘র নেতাকর্মীদের শান্ত করেছি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/ইআ

দুদক বিএনপির নেতাকর্মী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর