Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রেনে আসছেন বিএনপির নেতাকর্মীরা, স্টেশনে স্টেশনে তল্লাশি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৩ ১৩:২৩ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৩ ১৩:৩৮

কমলাপুর স্টেশনে নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ছবি: সারাবাংলা

ঢাকা: মহাসমাবেশে যোগ দিতে শনিবার (২৮ অক্টোবর) দুপুর পর্যন্ত ট্রেনে করে ঢাকায় আসছে বিএনপির নেতাকর্মীরা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছেড়ে আসা ট্রেনে করে সকালে এসে নেমে স্টেশনেই জড়ো হয়ে থাকতে দেখা গেছে। এসব নেতাকর্মীরা জানান, পুলিশের তল্লাশির কারণে অনেক কর্মী একসঙ্গে ট্রেনে আসতে পারেনি, তাদের জন্য স্টেশনে অপেক্ষা করছেন তারা।

উত্তরাঞ্চলের কয়েকটি উপজেলা থেকে আসা বিএনপির নেতাকর্মীরা কমলাপুর স্টেশনে জড়ো হয়ে সরকার বিরেধী শ্লোগান দিতে দেখা গেছে। এদিকে পুরো রেলস্টেশন জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ ও র‌্যাবের পাশাপাশি গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদেরও দেখা গেছে।

বিজ্ঞাপন

বর্তমান সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের একদফা দাবিতে শনিবার ঢাকায় মহাসমাবেশ করছে বিএনপি। সমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে দলটির নেতাকর্মীরা। একদিন আগে থেকেই অনেক নেতাকর্মী ঢাকায় এসে অবস্থান নিলেও আশেপাশের জেলা উপজেলাগুলোর নেতাকর্মীদের সকাল থেকেই আসতে দেখা গেছে।

ছবি: সারাবাংলা

ছবি: সারাবাংলা

ময়মনসিংহ থেকে আসা বিএনপি কর্মী ফজলে রাব্বী সারাবাংলাকে বলেন, ‘শনিবার সকালের ট্রেনে উঠেছি সমাবেশে যোগ দেওয়ার জন্য। কিন্তু ওঠার সময় এবং ট্রেনের মধ্যেও তাকে ও তাদের সহকর্মীদের তল্লাশি করেছে পুলিশ। সঙ্গে মানিব্যাগ আর ব্যানার ছাড়া কিছু নেই। তবুও বার বার তল্লাশি চালিয়ে হয়রানি করেছে পুলিশ।’

একই এলাকার মনিরুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘প্রতিটা স্টেশনে তল্লাশি করেছে পুলিশ। শুধু নেতাকর্মীদেরই না, সাধারণ মানুষকেও হয়রানি করছে।’ নরসিংদীর রায়পুরা থেকে আসা বিএনপির কর্মী শহিদুল ইসলাম বলেন, ‘এমন ভোগান্তির সৃষ্টি করেছে তাতে মনে হয়েছে আমরা নিজ দেশে বিএনপি করে যেন বড় কোনো অপরাধ করে ফেলেছি।’

বিজ্ঞাপন

আজ দুপুর পর্যন্ত কমলাপুর স্টেশনের বাইরে বিএনপির নেতাকর্মীদের শ্লোগান দিতে দেখা গেছে। নরসিংদী ৫ আসনের রায়পুরা উপজেলা বিএনপির নেতা কর্মীরা কমলাপুরে অবস্থান নিয়ে সরকার ও আওয়ামীলীগ বিরোধী শ্লোগান দিতে দেখা গেছে। স্থানীয় নেতা নাজিম উদ্দীন বলেন, ‘পথিমধ্যে পুলিশ তাদের ওপরে গুলি চালিয়েছে। তাদের অনেক নেতাকর্মী সকালের ট্রেনে আসতে পারেনি। ফলে তাদের জন্য অপেক্ষা করছেন তারা।’

ছবি: সারাবাংলা

ছবি: সারাবাংলা

রফিকুল ইসলাম বলেন, ‘টিকিট নাই, আবার টিকিট নিয়েও উঠতে দেয় না। পথে পথে চরম ভোগান্তির শিকার হয়ে ঢাকা পৌঁছেছি। এখন পেছনে থাকা সহকর্মীরা পৌঁছালে সমাবেশ স্থলে রওনা করব।’ আরেক কর্মী আশিকুর রহমান বলেন, ‘সমাবেশ সফল করতে এসেছি। ইনশাল্লাহ আমাদের উদ্দেশ্য সফল হবেই।’

এদিকে অন্যান্য দিনের চেয়ে আজ কমলাপুর রেলওয়ে স্টেশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। টিকিট ছাড়া কাউকে প্লাটফর্মেও ঢুকতে দেওয়া হচ্ছে না। সাংবাদিকদেরও নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। পরিচয় দিয়ে প্রমাণ দেখিয়ে প্রবেশ করতে হচ্ছে ভেতরে। তবে ভেতরের পরিবেশ অনেকটাই সুনসান। আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মীরা এক-রকম শুয়ে বসেই ডিউটি করছেন। গোয়েন্দা কর্মকর্মকর্তারাও গল্পেই এক রকম সময় পার করছেন। সাধারণ যাত্রী ছাড়া প্লাটফর্মে বাড়তি মানুষ দেখা যায়নি।

এদিকে আওয়ামীলীগ সমর্থন করা রেলওয়ের কর্মচারীরা ছোট ছোট কয়েকটি মিছিল করেছে স্টেশনের ভেতরেই। শ্লোগান দিয়েছে। তবে পুলিশের নিষেধাজ্ঞায় সে কার্যক্রম বেশিক্ষণ এগিয়ে নিতে পারেনি।

স্টেশন ম্যানেজার মো. মাসুদ সারওয়ার সারাবাংলাকে জানান, যাতে রেলের কোনো ক্ষতি না হয় সেজন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বর্তমান সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের এক দফা দাবিতে সমাবেশ করছে বিএনপি। আর নেতাকর্মীদের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে মহাসমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। এছাড়া বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা প্রায় ৩৭ টি দলও সমাবেশ করছে ঢাকায়। অন্যদিকে একই দিনে শান্তি ও উন্নয়ন সমাবেশ করছে আওয়ামী লীগ।

সারাবাংলা/জেআর/এনএস

টপ নিউজ বিএনপি মহাসমাবেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর