বাবু বাজারে পুলিশের তল্লাশি, আটক ২০
সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৩ ০৯:৩৫ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৩ ১২:২৫
২৮ অক্টোবর ২০২৩ ০৯:৩৫ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৩ ১২:২৫
ঢাকা: বিএনপির সমাবেশ ঘিরে রাজধানীর বাবুবাজারে পুলিশের তল্লাশি চলছে। শনিবার (২৮ অক্টোবর) সকাল ৭টা থেকে বাবুবাজার ব্রিজের নিচে চেকপোস্ট বসিয়েছে কোতোয়ালি, বংশাল ও চকবাজার থানা পুলিশ। সকাল থেকে তল্লাশি চালিয়ে এ পর্যন্ত ২০ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার সকালে সরেজমিনে দেখা যায়, বাবুবাজার ব্রিজের নিচে চেকপোস্ট বসানো হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। মোবাইলও চেক করতে দেখা যায় পুলিশ সদস্যদের। এ সময় কাউকে সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ শেষে তাদের পুলিশ হেফাজতে নিতে দেখা গেছে।
দায়িত্বরত কোতোয়ালি থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান সারাবাংলাকে বলেন, শুক্রবার রাত থেকেই তল্লাশি চলছে। কেউ যেন কোনো ধরণের নাশকতা করতে না পারে সেজন্য এই তল্লাশি।
আরও পড়ুন: কাকরাইলে ককটেলসহ বিএনপির ২ শতাধিক নেতা-কর্মী আটক
সারাবাংলা/ইউজে/ইআ