Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মাফিয়া ডন তারেককে বিএনপি থেকে বের করে দেন’

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৩ ২১:৫০

চট্টগ্রাম ব্যুরো: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘মাফিয়া ডন’ অ্যাখ্যা দিয়ে তাকে বিএনপি থেকে বের করে দিতে দলটির নেতাদের প্রতি আহবান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে ফিরিঙ্গিবাজার সংলগ্ন কর্ণফুলী নদীর পাড়ে ব্যতিক্রমি ‘টানেল উৎসবের’ দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বাংলাদেশকে তার মতো আন্ডার মেট্রিক করতে চায় জানিয়ে শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘বিএনপি আগামীকাল থেকে শুরু করে কয়েকদিন ঢাকা শহর অবরোধ করার পরিকল্পনা করছে। অরাজকতা করার পরিকল্পনা করছে। সরকারকে ঘেরাও করার পরিকল্পনা করছে। জামায়াতের সঙ্গে মিলে আন্ডার মেট্রিক তারেক রহমান, আন্ডার মেট্রিক খালেদা জিয়ার সন্তান বাংলাদেশকে আন্ডার মেট্রিক করতে চায়। সে আন্ডার মেট্রিক, অশিক্ষিত, কুশিক্ষিত খালেদা জিয়ার সন্তান তারেক রহমানের কুবুদ্ধিতে পড়ে শিক্ষিত কিছু মানুষও, বিএনপির নেতৃত্ব তারা নিজেরাই এ ধরণের অরাজকতার ফাঁদে পড়ছেন।’

‘আমরা তাদের প্রতি আহ্বান জানাবো, আপনারা নিজেদের অনেক শিক্ষিত বলে দাবি করেন অথচ একজন মূর্খ, অর্বাচীন ও আন্ডার মেট্রিক ছেলের নেতৃত্ব কীভাবে মেনে নেন রাজনৈতিক নেতা হিসেবে। আপনাদের আহ্বান করি আপনারা এ অপরাজনৈতিক শক্তির নেতা মাফিয়া ডন তারেক রহমানকে আপনাদের দল থেকে বের করে দেন। দল থেকে বের করে আপনারা সুষ্ঠু রাজনৈতিক ধারাবাহিকতায় আসেন। সুষ্ঠু প্রক্রিয়ার মধ্যে আসুন।’

তিনি আরও বলেন, ‘কিছু লোককে বিরিয়ানি খাইয়ে পল্টনের চিপায় দাঁড় করিয়ে দিয়ে ছবি তুলে সরকারে আসতে পারবেন না আপনারা। আমাদের চট্টগ্রামের নেতারা ঢাকায় গিয়ে বঙ্গভবন ঘেরাও করে প্রমাণ করেছে চট্টলার মানুষ বাংলাদেশের রাজনীতিতে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা রাখে। বিএনপি অপকর্ম করলে আমরা সবাই চট্টগ্রাম থেকে গিয়ে আপনাদের দাঁতভাঙ্গা জবাব দেব। পল্টনের সে চিপা গলিতে লুকিয়ে আপনারা আর রক্ষা পাবেন না। আমরা নেত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত। আমরা আরও বেশি প্রস্তুত বিএনপি অপরাজনীতিকে কবর দেওয়ার জন্য।’

বিজ্ঞাপন

বাংলাদেশকে আগামী তিন প্রজম্ম এগিয়ে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্প নিয়েছেন উল্লেখ করে নওফেল বলেন, ‘একজন শেখ হাসিনা তিনি তার কথার প্রতিটি শব্দ, প্রতিটি বর্ণ ও অঙ্গীকার মিন করেন। কারণ আমাদের সাধারণ রাজনৈতিক যে সংস্কৃতি সেটার মাপে তাকে মাপা যাবে না। তিনি একজন রাষ্ট্রনায়ক। তিনি শুধু নির্বাচন বা সংগঠন সে দৃষ্টিতে নয় আমাদের প্রজম্মের কথা ভাবেন। বাংলাদেশকে আগামী তিন প্রজম্ম এগিয়ে নেওয়ার জন্য এ প্রকল্পগুলো করেছেন। আমাদের প্রিয় নেত্রী আগামীকাল আসবেন। তাকে স্বাগত জানানোর জন্য আমরা উম্মুখ হয়ে আছি।’

‘আগামীকাল জনসভা হবে, সুধী সমাবেশ হবে এবং এ টানেল উদ্বোধন হবে। ওয়ান সিটি টু টাউন এ কনসেপ্টে চট্টগ্রামকে তিনি সাজাতে চান। বৃহত্তর চট্টগ্রাম, শুধুমাত্র শহর চট্টগ্রাম নয়। একেবারে টেকনাফ থেকে শুরু করে কর্ণফুলী প্রান্ত তিনি আমাদের জন্য গুছিয়ে দিচ্ছেন, আগামী প্রজম্মের জন্য গুছিয়ে দিচ্ছেন।’

সারাবাংলা/আইসি/একে

তারেক জিয়া তারেক রহমান বিএনপি শিক্ষা উপমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর