Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাপলা চত্বরে সমাবেশ সফল করার আহ্বান জামায়াতের

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৩ ২০:২৮

ঢাকা: রাজধানীর মতিঝিলে শাপলা চত্বর এলাকায় সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান।

শুক্রবার (২৭ অক্টোবর) রাতে এক বিবৃতিতে এতথ্য জানানো হয়।

বিবৃতিতে মুজিবুর রহমান বলেন, ‘আগামীকালের সমাবেশ সফল করতে হবে। কেয়ারটেকার সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতে হবে। অনির্বাচিত ও অবৈধ সরকার জগদ্দল পাথরের মতো জাতির ঘাড়ে চেপে বসেছে। এ সরকারের পতন ঘটানো ছাড়া জনগণের অধিকার প্রতিষ্ঠিত করা যাবে না।’

জামায়াতের মহাসমাবেশ বানচাল করার জন্য কোনো কোনো মহলের পক্ষ থেকে নানাভাবে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়।

সারাবাংলা/ইউজে/একে

জামায়াত জামায়াতে ইসলামী

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর