বিএনপির মহাসমাবেশে কোনো ‘শঙ্কা দেখছেন না’ হানিফ
২৭ অক্টোবর ২০২৩ ১৬:৩৫
চট্টগ্রাম ব্যুরো: আগামীকাল ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ নিয়ে কোন শঙ্কা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
শুক্রবার (২৭ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রীর জনসভাস্থল চট্টগ্রামের কর্ণফুলী কোরিয়ান ইপিজেড মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানিয়েছেন।
হানিফ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় বলে এসেছেন আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী। বর্তমান সরকার গণতান্ত্রিক সরকার। এ সরকারের অধীনে যেকোনো রাজনৈতিক দল তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে। এতে সমস্যা নেই। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে যেকোনো প্রকার সহযোগিতা করা হচ্ছে। রাজনৈতিক কর্মসূচির নাম দিয়ে যদি কেউ নাশকতা করার চেষ্টা করে তাদের কঠোরভাবে দমন করা হবে।’
আগামীকাল ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ নিয়ে কোনো শঙ্কা আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘আগামীকাল ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ডেকেছে। আমাদের সমাবেশ আছে। আমাদের প্রতিদিন রাজনৈতিক কর্মসূচি আছে। এসকল রাজনৈতিক কর্মসূচি শান্তিপূর্ণভাবেই হচ্ছে। আগামীকালও সব কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হবে। আগামীকালের সমাবেশ নিয়ে কোনো শঙ্কা আমি দেখছি না। কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি।’
বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে কিনা সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘বিএনপি এখন যে অবস্থানে আছে আমার বিশ্বাস তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে।’
এসময় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলার সভাপতি মোতাহের হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলার সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান উপস্থিত ছিলেন।
সারাবাংলা/আইসি/এমও