Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরাইলি বোমায় নিহত ৭ হাজার লোকের তালিকা দিলো হামাস

আন্তর্জাতিক ডেস্ক
২৭ অক্টোবর ২০২৩ ১৩:৩৪

গাজায় ইসরাইলি বোমা হামলায় নিহত সাত হাজার লোকের নামের তালিকা প্রকাশ করেছে ফিলিস্তিনের হামাস যোদ্ধারা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিহতের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করার পর হামাস গতকাল বৃহস্পতিবার এই তালিকা প্রকাশ করে।

হামাস জানায়, গত ৭ অক্টোবর হামাস ইসরাইলে হামলা চালানোর কারণে গাজায় প্রতিশোধমূলক যে পাল্টা অভিযান শুরু করে ইসরাইল তাতে এই পর্যন্ত সাত হাজার ২৮ জন প্রাণ হারিয়েছেন।

বিজ্ঞাপন

অন্যদিকে ইসরায়েলে হামাসের হামলায় ১৫শ’ লোক নিহত হয়েছে।

হামাস নিয়ন্ত্রিত সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় ছয় হাজার ৭৪৭ জনের তালিকা প্রকাশ করেছে। তালিকায় নিহত প্রত্যকের লিঙ্গ, বয়স এবং পরিচিতি কার্ড নম্বর তুলে ধরা হয়েছে। মন্ত্রণালয় বলেছে, তারা এখন পর্যন্ত ২৮১ জনের পরিচয় শনাক্ত করতে পারেনি।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র তাদের ঘোষিত সংখ্যা নিয়ে নির্লজ্জভাবে সন্দেহ প্রকাশ করেছে।

গত বুধবার হামাসের ঘোষিত নিহতের পরিসংখ্যান নিয়ে সন্দেহ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, ‘এতো লোক মারা যায়নি।’

সারাবাংলা/এমও

ইসরাইল হামাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর