Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মরদেহ মিলল আকলিমার, খাজা টাওয়ারের আগুনে প্রাণ গেল ৩ জনের

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৩ ০২:০২ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৩ ০২:৩০

খাজা টাওয়ারে পাওয়া গেলে আকলিমার মরদেহ। ছবি: সারাবাংলা

ঢাকা: মহাখালীর খাজা টাওয়ারের ৯ম তলার রেস অনলাইনে কর্মরত আকলিমা রহমানের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আগুন লাগার পর থেকেই তার খোঁজ পাচ্ছিল না পরিবার। মধ্যরাতে তার মরদেহ পাওয়া যায় ভবনটিতে।

এর আগে, আগুন লাগার পর খাজা টাওয়ার থেকে তার বেয়ে নামতে গিয়ে প্রাণ হারিয়েছেন হাসনা হেনা (২৭) নামে এক নারী। এ ছাড়া হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়েছে রফিকুল ইসলাম (৬২) নামে আরও একজনের। সব মিলিয়ে ওই ভবনে আগুন লাগার ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল ৪টা ৫৮ মিনিটে খাজা টাওয়ারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সন্ধ্যা ৭টা ৩০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। রাত সোয়া ১২টার দিকে ভবনটি থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন- খাজা টাওয়ারে সেফটি প্ল্যান ছিল না: ফায়ার ডিজি

ফায়ার সার্ভিস জানিয়েছে, আকলিমার মামাতো ভাই আজিম উদ্দিন ওই নারীর মরদেহটি আকলিমার বলে শনাক্ত করেন।

আজিম বলেন, আকলিমা এই বিল্ডিংয়ে ৯ কলায় রেস অনলাইনে কাজ করত। আগুন লাগার পর একবার বাসায় কথা হয়েছিল আকলিমার সঙ্গে। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ও আটকা পড়েছিল। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।

আজিম আরও বলেন, খাজা টাওয়ার থেকে ফায়ার সার্ভিস যাদের উদ্ধার করেছিল, তাদের মধ্যেও আকলিমা ছিল না। এখন (রাত) সোয়া ১২টার দিকে আকলিমার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

এর আগে খাজা টাওয়ারে আগুন লাগার পর প্রাণে বাঁচতে তার ধরে নামতে গিয়ে প্রাণ হারান হাসনা হেনা। তিনি ওই ভবনে অরবিট নামের একটি ইন্টারনেট সেবাদাতা কোম্পানির টেলি সেলস ইনচার্জ ছিলেন। তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে।

বিজ্ঞাপন

এদিকে খাজা টাওয়ার থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে রফিকুল ইসলাম নামে একজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান ফায়ার সার্ভিসের সদস্যরা। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রফিকুল ইসলাম খাজা টাওয়ারের ১৩ তলায় ই-ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশনে কাজ করতেন। তার ছেলে নাজমুস সাকিব জানান, তাদের বাসা মিরপুর-১ শাহআলীবাগ খাজা শাহ আলীবাগ সলিম উদ্দিন মার্কেট রোডে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা রফিকুলকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন-

আগুনে ক্ষতিগ্রস্ত ডাটা সেন্টার, ইন্টারনেট সেবা বিঘ্ন

খাজা টাওয়ারে আগুন, ৯ তলা থেকে নামতে গিয়ে তরুণীর মৃত্যু

খাজা টাওয়ারে আগুনে আটকে পড়েছেন বহু মানুষ: ফায়ার সার্ভিস

সন্ধ্যা থেকে নিয়ন্ত্রণে খাজা টাওয়ারের আগুন, চলছে নেভানোর কাজ

আগুনে ৬০০ আইএসপি বন্ধ, ইন্টারনেট ধীরগতি থাকতে পারে ১ সপ্তাহ

খাজা টাওয়ারে আগুন: আটকেপড়াদের উদ্ধারে সেনা-নৌ-বিমান বাহিনী

মহাখালীর খাজা টাওয়ারের ১৩ তলায় আগুন, ঘটনাস্থলে ফায়ারের ৮ ইউনিট

সারাবাংলা/ইউজে/এসএসআর/টিআর

আকলিমা রহমান আগুনে মৃত্যু খাজা টাওয়ার খাজা টাওয়ারে আগুন টপ নিউজ মহাখালীতে আগুন

বিজ্ঞাপন

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর