Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সন্ধ্যা থেকে নিয়ন্ত্রণে খাজা টাওয়ারের আগুন, চলছে নেভানোর কাজ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৩ ০০:৪৭ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৩ ০১:২৬

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিয়ন্ত্রণে আনে খাজা টাওয়ারের আগুন। ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানীর মহাখালীতে খাজা টাওয়ারে আগুন লাগার আড়াই ঘণ্টা পরই তা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এখন আগুন পুরোপুরি নেভানো ও ডাম্পিংয়ের কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল ৪টা ৫৮ মিনিটে খাজা টাওয়ারে আগুন লাগার তথ্য পায় ফায়ার সার্ভিস। ৫টা ৭ মিনিটে প্রথম ইউনিটটি সেখানে কাজ শুরু করে। এর আড়াই ঘণ্টা পর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

বিজ্ঞাপন

সন্ধ্যায় আগুন নিয়ন্ত্রণে এলেও বিষয়টি দিবাগত রাত ১২টার দিকে খাজা টাওয়ারের সামনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন এক ব্রিফিংয়ে ঘোষণা দেন।

আরও পড়ুন- আগুনে ৬০০ আইএসপি বন্ধ, ইন্টারনেট ধীরগতি থাকতে পারে ১ সপ্তাহ

ব্রিফিংয়ে ডিজি বলেন, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে আগুন আমাদের নিয়ন্ত্রণে আছে। তবে আগুন নির্বাপণ করতে সময় লাগবে। পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে।

আগুনের সূত্রপাত ও কারণ সম্পর্কে জানতে চাইলে ফায়ার সার্ভিসের ডিজি বলেন, কেউ বলছেন চারতলা থেকে আগুনের সূত্রপাত, কেউ বলছেন ১১ তলা থেকে। আমরা তদন্ত শেষ করলে তখন বলা যাবে কোথা থেকে এবং কী কারণে আগুনের সূত্রপাত। আপাতত মনে হচ্ছে, কোনো বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।

১৪ তলা ভবন খাজা টাওয়ারে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। এ ছাড়া সেনাবাহিনী, নৌ বাহিনী ও বিমান বাহিনীর একটি করে দল ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতে কাজে যোগ দেয়। সর্বশেষ তথ্য অনুযায়ী আগুনে দগ্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন-

আগুনে ক্ষতিগ্রস্ত ডাটা সেন্টার, ইন্টারনেট সেবা বিঘ্ন

বিজ্ঞাপন

খাজা টাওয়ারে আগুনে আটকে পড়েছেন বহু মানুষ: ফায়ার সার্ভিস

খাজা টাওয়ারে আগুন: আটকেপড়াদের উদ্ধারে সেনা-নৌ-বিমান বাহিনী

মহাখালীর খাজা টাওয়ারের ১৩ তলায় আগুন, ঘটনাস্থলে ফায়ারের ৮ ইউনিট

সারাবাংলা/ইউজে/টিআর

খাজা টাওয়ার খাজা টাওয়ারে আগুন মহাখালীতে আগুন

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর