Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৩ ২৩:২১ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৩ ০২:৫৯

ঢাকা: বিভিন্ন এলাকা থেকে প্রতি মুহূর্তে বিএনপির নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘আমরা প্রতি মুহূর্তে বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীদের গ্রেফতারের খবর পাচ্ছি। কারাগার থেকে যারা জামিনে বের হচ্ছে কারাগারের গেট থেকে তাদেরকে আবার তুলে নিয়ে যাচ্ছে গোয়েন্দা পুলিশ। কী এক ভয়ংকর নৈরাজ্যের মধ্যে দেশ প্রতিত হচ্ছে। তবে এই সরকারের বিরুদ্ধে মানুষ আজ ঐক্যবদ্ধ। মানুষ অঙ্গীকারবদ্ধ যে, এই স্বৈরাচারী সরকারের কাছ থেকে যত আঘাত আসুক, যত বুলেট আসুক গণতন্ত্র উদ্ধারে যে পথরেখার দিয়ে এগোচ্ছে সেই এগিয়ে যাওয়া থামবে না।’

গ্রেফতারের বিবরণ তুলে ধরে তিনি বলেন, ‘ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ আখতার হোসেন, সদস্য আবুল হোসেন আবদুল, খিলক্ষেত থানা বিএনপির আহ্বায়ক হাজী মোহাম্মদ ফজলুল হক, শাহ আলী থানা বিএনপির সদস্য মো. আব্দুল মালেক মাস্টার, বিএনপির কর্মী মো. কামাল, যুবদল কর্মী রাব্বি হোসেন, মিরপুর থানা বিএনপির সদস্য মো. আকরাম হোসেন, শাহ আলী থানা বিএনপি নেতা আকবর হোসেন সম্রাট, কল্যাণপুর ইউনিটের কর্মী মো. জসিম, দারুস সালাম থানার ৮ নং ওয়ার্ড বিএনপির যুগ্ন আহবায়ক মোহাম্মদ ফরিদ হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা মঞ্জিল হোসেন, ৮০ নং ওয়ার্ড বিএনপি মো. জাহাঙ্গীর, ১২ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. ইসহাক, ৭ নং ওয়ার্ড ডিউটি নেতা মো. মিজান, মিরপুর থানা বিএনপির সদস্য মোল্লা মো. মহিউদ্দিন, ১১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা কালাম, স্বেচ্ছাসেবক দলের কর্মী গিয়াস উদ্দিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আবুল হোসেন আবুল, ১৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব মো. আব্দুর রহমান রনি, মিরপুর থানা মৎস্যজীবী দলের সদস্য মো. নবীর হোসেন, গিয়াস উদ্দিন, মো. মহির উদ্দিন দয়াল, মোহাম্মদ আবুল কালাম কে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

রিজভী বলেন, ‘যারা সন্তান পরিবার রেখে গণতন্ত্রের জন্য রাজপথে নেমেছে তারা দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধে নেমেছে। তারা মুক্তিযোদ্ধা হিসাবে খেতাব পাবে। আন্দোলন করতে গিয়ে এরই মধ্যে অনেকে মারা গেছে, অনেকেই পঙ্গু হয়েছে কিন্তু অঙ্গীকার থেকে তারা পিছপা হন নি। আদর্শের জন্য আত্মদান বিফলে যায় না। আমাদের আত্মদানের মধ্য দিয়ে এই দেশ তার গণতন্ত্র ফিরে পাবে এবং গণতন্ত্রের মুক্তির সূর্য আবার উদ্ভাসিত হবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হুমকি-ধামকি দিয়ে তারা আতঙ্ক ছড়াতে চাচ্ছে। আমরা তো নিপীড়িত। নিপীড়িত মানুষ কীভাবে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করবে? তারা লাঠি নিয়ে আসতে বলেছে। আর আমরা বলেছি, সমাবেশ হবে স্বতঃস্ফূর্ত এবং শান্তিপূর্ণ।’

রিজভী অভিযোগ করেন, মানুষের মনে নানা ধরনের বিভ্রান্তি ছাড়ানো হচ্ছে। অত্যন্ত সুপরিকল্পিত ভাবে আমার নামে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। এগুলো বানোয়াট ভিত্তিহীন।’

সারাবাংলা/এজেড/একে

টপ নিউজ বিএনপি রিজভী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর