Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নয়াপল্টনে বিএনপি ও দক্ষিণ গেটে সমাবেশ করতে পারবে আওয়ামী লীগ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৩ ২২:২৯ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৩ ০০:৫৬

ঢাকা: আগামী ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপি ও বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে সমাবেশ করতে পারবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ডিএমপি কমিশনার মো. হাবিবুর রহমান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপি তাদের নিজ নিজ পছন্দমত স্থানে সমাবেশ করতে পারবে। তবে এখনও তাদের লিখিতভাবে অনুমতি দেওয়া হয়নি। শর্তসাপেক্ষে তাদের আগামীকাল অনুমতি দেওয়া হবে।

কমিশনার আরও বলেন, শর্ত মেনে তারা সমাবেশ করবে। শান্তিপূর্ণ সমাবেশ করার প্রতিশ্রুতি দিয়েছে দল দুটি। ডিএমপি তাদের প্রতি আস্থা রাখছে এবং বিশ্বাস করছে। তবে বিশৃঙ্খলা ঘটলে পুলিশ যথাযথ আইনি ব্যবস্থা নেবে।

এদিকে জামায়াতের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান কমিশনার।

সারাবাংলা/ইউজে/একে

আওয়ামী লীগ টপ নিউজ বিএনপি সমাবেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর