Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাজা টাওয়ারে আগুন, ৯ তলা থেকে নামতে গিয়ে তরুণীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৩ ২১:৩১ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ ২১:৪৯

ঢাকা: রাজধানীর মহাখালীতে খাজা টাওয়ারে আগুন লাগার পর ওই ভবনের ৯ তলা থেকে নামতে গিয়ে এক তরুণীর মৃত্যু হয়েছে।

ওই তরুণীর নাম হাসনাহেনা।

হাসনাহেনা ওই ভবনে অরবিট নামের একটি ইন্টারনেট সার্ভিস কোম্পানির সেলসে কাজ করতেন। তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানিটির ডেপুটি ম্যানেজার নাজমুল হুদা।

তিনি জানান, হাসনা হেনা ৯ তলায় কাজ করতেন। আগুনের আতঙ্কে একটি তার ধরে গ্রিল টপকে নামার সময় তার ছিঁড়ে নিচে পড়ে যান।

এ ছাড়া কোম্পানিটির আরেক সেলসম্যান মেহেদী হাসান আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, হাসনাহেনার  মরদেহ মেট্রোপলিটন হাসপাতালে রাখা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (২৬ অক্টোবর) খাজা টাওয়ারের ১৩ তলায় আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

ওই ভবনে আটকেপড়াদের উদ্ধারে যোগ দেয় সেনাবাহিনী, নৌ বাহিনী, বিমান বাহিনীর টিম।

এ ছাড়া ডিএনসিসি ও ঢাকা ওয়াসার পানিবাহী গাড়ি পানি সরবরাহের কাজ করছে। প্রাথমিকভাবে গুলশান বনানীর লেক থেকে পানি সরবরাহের কাজ করা হচ্ছে।

 

সারাবাংলা/ইউজে/একে

খাজা টাওয়ার আগুন টপ নিউজ মহাখালী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর