Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জ্বালানিভিত্তিক ২২টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৩ ১৯:৩৬

ছবি: সংগৃহীত

ঢাকা: বর্তমানে দেশে ৪৬১ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আগামীতে এক হাজার ৮০০ মেগাওয়াট ক্ষমতার ২২টি নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ পরিকল্পনাধীন রয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) জাতীয় সংসদের অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সদস্য এম. আব্দুল লতিফের এক প্রশ্নের লিখিত উত্তরে প্রতিমন্ত্রী এসব কথা জানান।

বিজ্ঞাপন

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে নসরুল হামিদ বলেন, বর্তমানে দেশে ৪৬১ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র সংযুক্ত রয়েছে। এ বিদ্যুৎ কেন্দ্রসমূহ হতে গড়ে ৪০০ থেকে ৪২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।

ভবিষ্যতে নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত পরিকল্পনাগুলো হচ্ছে। বর্তমানে নবায়নযোগ্য জ্বালানি হতে মোট ৫৬১ মেগাওয়াট ক্ষমতার ১৫টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন রয়েছে। মোট ১ হাজার ০৫৯ মেগাওয়াট ক্ষমতার ১৬টি নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর প্রক্রিয়াধীন রয়েছে। দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে মোট ২২৮ মেগাওয়াট ক্ষমতার ৬টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের। মোট ১ হাজার ৮০০ মেগাওয়াট ক্ষমতার ২২টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ পরিকল্পনাধীন রয়েছে।

সারাবাংলা/এ এইচ এইচ/এনইউ

২২ বিদ্যুৎ কেন্দ্র জ্বালানিভিত্তিক টপ নিউজ নবায়নযোগ্য নির্মাণ পরিকল্পনাধীন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর