Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রাস্তায় সমাবেশের অনুমতি দেওয়া হবে না’

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৩ ১৯:০১ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ ১৯:৩৭

ঢাকা: রাস্তায় কোনো সমাবেশ করার অনুমতি দেওয়া হবে না। মাঠ কিংবা খোলা স্থান নির্বাচন করে সেটি উল্লেখ করে আবেদন করতে হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (প্রশাসন) বিপ্লব কুমার সরকার।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে ডিএমপি সদর দফতরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিপ্লব কুমার বলেন, সব রাজনৈতিক দলকে অর্থাৎ যারা সভা-সমাবেশ করার অনুমতি চেয়েছে তাদের বলা হয়েছে জনদুর্ভোগ কমাতে রাস্তা বাদ দিয়ে খোলা স্থান দেখতে। সেটা খোলা মাঠ হতে পারে। নিজেদের ভেন্যু নিজেরাই পছন্দ করে ডিএমপিকে জানাতে বলা হয়েছে।

তিনি বলেন, ঢাকা একটি মেগা সিটি। এখানে লাখ লাখ মানুষের সমাগম হলে দুই-আড়াই কোটি নগরবাসীর জীবনযাত্রা ব্যাহত হবে। অসুস্থ মানুষকে হাসপাতালে নিতে সমস্যা হয়। সব দিকগুলো বিবেচনা করেই নগরবাসীর নির্বিঘ্নে চলাচলের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ডিএমপি কমিশনার সিদ্ধান্ত নিয়েছেন। সমাবেশ করতে চাওয়া দলগুলোকে রাস্তা বাদ দিয়ে ভিন্ন স্থানে সমাবেশ করতে বলা হয়েছে। বিকল্প স্থান ঠিক করে আবেদন করলে কমিশনার চিন্তা করে দেখবেন তারা অনুমতি পাবেন কি না।

তিনি আরও বলেন, আমি আশা করছি রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষের কথা চিন্তা করে রাস্তা বাদ দিয়ে খোলা স্থানে সমাবেশ করার চিন্তা করবে।

বিএনপি নয়াপল্টনেই সমাবেশ করার ঘোষণা দিয়েছে। তারা যদি নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে তখন ডিএমপি কী করবে- জানতে চাইলে যুগ্ম কমিশনার বলেন, রাজনৈতিক নেতারা কর্মীদের চাঙ্গা রাখতে অনেক সময় অনেক কিছুই বলেন। আমরা সেটিকে বিচার বিবেচনায় নিচ্ছি না। আমরা আইনে কী আছে সেটা বিবেচনা করব।

বিজ্ঞাপন

বিপ্লব কুমার বলেন, ডিএমপির যে অর্ডিন্যান্স আছে সেখানে বলা আছে, ঢাকা শহরে কোনো সভা-সমাবেশ করতে হলে অবশ্যই কমিশনারের অনুমতি নিতে হবে। কেউ যদি অনুমতি না নেয় সেটি আইন অমান্য হবে। তবে আমি আশা করবো রাজনৈতিক দলগুলো আইনের প্রতি বাধ্য থেকে পুলিশের প্রতি সহযোগিতা করবেন। আমরাও সবাইকে সহযোগিতা করতে চাই।

আগামী শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনের সড়কে মহাসমাবেশ করার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিকে চিঠিও দিয়েছে দলটি। একই দিন মতিঝিলে শাপলা চত্বরে সমাবেশ করতে ডিএমপির অনুমতি চেয়েছে জামায়াত। অন্যদিকে ওইদিনই বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগও।

সারাবাংলা/ইউজে/এনইউ

ডিএমপি ঢাকা বিপ্লব কুমার সরকার সমাবেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর