Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৩ ১৬:২১

কুড়িগ্রাম: কুড়িগ্রাম সদরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে লুৎফর রহমান (১৯) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে সদরের যাত্রাপুর-ঘোগাদহ সড়কের কামার হাইল্যা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লুৎফর যাত্রাপুর ইউনিয়নের নওয়ানিপাড়া এলাকার মো. আমজাদ আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত লুৎফর রহমান রাজারহাট সরকারী কলেজের একাদশ শ্রেনীর ছাত্র। তিনি সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে ঘোগাদহ বাজার যাচ্ছিলেন। এ সময় কামার হাইল্যা এলাকার রাস্তার পাশের গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে আহত হন লুৎফর রহমান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালের দিকে সড়ক দুর্ঘটনায় লুৎফর রহমান গুরুত্ব আহত হয়। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সারাবাংলা/ইআ

কলেজছাত্র নিহত

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর