Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানিকগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৩ ১২:৩৭ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ ১৪:৪৪

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী শিবলু ভুইয়াকে (৩৬) আটক করেছে পুলিশ। বুধবার (২৫ অক্টোবর) রাতে সাটুরিয়ায় উপজেলার বালিয়াটি ইউনিয়নের হাজীপুর এলাকায় এই ঘটনা ঘটে।

আটক শিবলু ভুইয়া সাটুরিয়ার বালিয়াটি হাজীপুর এলাকার আব্দুর রহিমের ছেলে। তিনি পেশায় ভ্যানগাড়ি চালক।

নিহতের নাম উজালা আক্তার (২৪)। তিনি ধামরাইয়ের স্নোটেক্স আউটারওয়্যার লিমিটেডের কর্মী ছিলেন। নিহত উজালা আক্তারের দশ বছর বয়সী একটি ছেলে ও আড়াই বছর বয়সী একটি মেয়ে আছে।

পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে বুধবার রাতে স্বামী শিবলু ভুইয়ার সঙ্গে উজালা আক্তারের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ের শিবলু ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে উজালা আক্তারকে বেধড়ক মারধর করেন। এতে মাথা ও শরীরে গুরুত্বর আঘাত পান উজালা আক্তার। পরে রাতে বাড়িতেই মারা যান।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, এঘটনায় স্বামী শিবলু ভুইয়াকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা প্রক্রিয়াধীন এবং আটকের পর স্বামী শিবলু ভুইয়া হত্যার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন।

সারাবাংলা/এনইউ

আটক পিটিয়ে হত্যা মানিকগঞ্জ স্ত্রী স্বামী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর