Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনের জন্য পরিবেশ এখনো অনুকূলে নয়: সিইসি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৩ ১১:৪৪ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ ১৭:০১

সিইসি কাজী হাবিবুল আউয়াল। ফাইল ছবি

ঢাকা: নির্বাচনের জন্য প্রত্যাশিত অনুকূল পরিবেশ এখনো হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, আমরা সব দলকে সংলাপ ও নির্বাচনে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম কিন্তু অনেকেই সাড়া দেয়নি,‌ রাজনৈতিক দলগুলোর নিজস্ব কৌশল থাকতে পারে। আমরা তার মধ্যে অনধিকার চর্চা করব না।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর)  নির্বাচন ভবনে গণমাধ্যম সম্পাদকদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় তিনি এমন মন্তব্য করেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘কোনো সংকট সৃষ্টি হলে তা নিরসনে আমরা অত্যন্ত আন্তরিক। আমাদের প্রত্যাশা, নির্বাচন আয়োজন করতে চাই আয়োজক হিসেবে। প্রত্যাশা প্রথম থেকেই ছিল, অনুকূল পরিবেশটুকু হয়ে ওঠেনি।

সিইসি বলেন, ‘আমাদের বিষয়টা হচ্ছে আন্তরিক যে পরিবেশ সেটা অনুকূল হয়ে ওঠুক। এ জন্য নিরন্তর আহ্বান করে যাচ্ছি। এ জন্য সংলাপ করেছি। যারা আসতে চান না, তাদের আমার পক্ষ থেকে আধা সরকারিপত্র দিয়েছি। কিন্তু সাড়া পাইনি।’

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক কৌশল তাদের নিজস্ব ব্যাপার। তাদের নিজস্ব কৌশল থাকতে পারে। আমরা তার মধ্যে অনধিকার চর্চা করব না।’

কর্মশালায় সিইসির সঙ্গে অন্য নির্বাচন কমিশনার, ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা, দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জিএস/ইআ

নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর