বিএনপি নেতা খায়রুল কবির খোকনকে আটকের অভিযোগ
স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৩ ১০:৩১ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ ১৩:৩২
২৬ অক্টোবর ২০২৩ ১০:৩১ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ ১৩:৩২
ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব, ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকনকে গোয়েন্দা পুলিশ আটক করেছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার (২৫ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর সিপাহীবাগের নবীনবাগ ক্যান্ট রেস্টুরেন্টের বিল্ডিংয়ে তার ভাইয়ের বাসা থেকে তাকে আটক করা হয়।
রাত আড়াইটার দিকে এ কথা জানান খোকনের সহধর্মিনী বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রদল নেত্রী শিরিন সুলতানা।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা সালাউদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ছাড়া, মিরপুর থানা বিএনপির সভাপতি ও মহানগর উত্তর বিএনপির সদস্য আবুল হোসেন আবুল এবং তার ছেলে আব্দুর রহমান রনিকে শ্যামলীর একটি বাসা থেকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেছে তার পরিবার।
সারাবাংলা/এজেড/ইআ