Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপ্রিম কোর্টের ৬ দশকের পুরনো সিন্দুক ভেঙে যা পাওয়া গেল

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৩ ২১:৩০

ঢাকা: সুপ্রিম কোর্টের হিসাব শাখার ছয় দশকের পুরনো দুটি লোহার সিন্দুক ভাঙ্গাকে কেন্দ্র করে রহস্যের সৃষ্টি হয়। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় গ্যাসকার্টার দিয়ে কেটে সিন্দুক দুটি খোলা সম্ভব হয়। সিন্দুক খোলার পর রহস্যের অবসান ঘটে। এ সময় উৎসুক অনেকেই ভিড় জমায়।

সুপ্রিম কোর্টের হিসাব শাখার সিন্দুক ভেঙে নগদ টাকার বান্ডিল, পয়সা, প্রাইজবন্ড, পুরানো চিঠি, সিল মোহর, চাবিসহ গুরুত্বপূর্ণ কিছু নথি পাওয়া গেছে।

বিজ্ঞাপন

পরে এ বিষয়ে সুপ্রিম কোর্ট কিপার বশির আহমেদ হিরা জানান, সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে সিন্দুক দুটি নিলামে বিক্রি করা হয়। শর্ত ছিল ভেতরে থাকা জিনিসপত্র সুপ্রিম কোর্টে জমা দিতে হবে। সিন্দুকের লোহার অবকাঠামা নিলামকারী নিয়ে যাবে। ধারণা করা হচ্ছে, সিন্দুক দুটি ১৯৬৭ সালের দিকের হবে। ওই সময় থেকে সিন্দুকে নথিপত্র, চাবি, টাকাসহ গুরুত্বপূর্ণ কিছু জিনিস রাখা হতো।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

সিন্দুক সুপ্রিম কোর্ট

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর