Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাগরপাড়ে ‘টানেল উৎসব’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৩ ২১:২৩ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ ১১:০৭

চট্টগ্রাম ব্যুরো: পতেঙ্গা সমুদ্র সৈকতে সন্ধ্যার অন্ধকার ভেদ করে আতশবাজির লাল-সবুজ আভা। হাজারো জনতার সম্মিলিত ‘জয় বাংলা’ স্লোগানে মুখরিত সৈকতের আশপাশ। কর্ণফুলী আর বঙ্গোপসাগরের মোহনা তিন দিন পরেই যে ইতিহাসের সাক্ষী হবে, সেই ইতিহাসকে স্বাগত জানাতেই এ সম্মিলন।

শনিবার (২৮ অক্টোবর) সকালে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম সুড়ঙ্গপথ ‘বঙ্গবন্ধু টানেলের’ দুয়ার খুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বন্দরনগরীর এই নবযাত্রা নিয়ে মানুষের আবেগ-অনুভূতিকে ধারণ করে বুধবার (২৫ অক্টোবর) বিকেলে পতেঙ্গার সাগরপাড়ে ব্যতিক্রমি ‘টানেল উৎসবের’ আয়োজন করেন চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক ও নগর আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম সুজন।

বিজ্ঞাপন

ঘোড়ার গাড়িতে চড়ে হাতে লাল-সবুজ বেলুন নিয়ে সৈকতে আসেন খোরশেদ আলম সুজন, সঙ্গে হাজার জনতার বর্ণাঢ্য শোভাযাত্রা। এর আগেই উৎসবস্থলে জড়ো হন হাজারো মানুষ। আগের রাতের বৃষ্টিভেজা শান্ত আবহাওয়ায় সৈকতে একঝাঁক শিশুর কবিতা আবৃত্তির মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। চট্টগ্রামের ঐতিহ্যবাহী পিঠা-পুলি আর মহেশখালীর মিষ্টি পানের খিলি বিতরণ করা হয় সমবেতদের মধ্যে।

কবিতা, কথামালাসহ নানা আয়োজনে বিকেল পার হয়ে যায়। সূর্য অস্ত গিয়ে সন্ধ্যা নামে। দূর সাগরে জাহাজের সিগন্যাল লাইটগুলো জ্বলে উঠে। এ সময় উৎসবের মূল আকর্ষণ চলন্ত স্পিডবোটের মিছিল শুরু হয় সাগরে। সেই স্পিডবোট থেকে লাল-সবুজের আলোর মেলা মাতিয়ে তোলে হাজারো জনতাকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত হয়ে ওঠে সাগরতীর।

খোরশেদ আলম সুজন সারাবাংলাকে বলেন, ‘টানেল শুধু চট্টগ্রামবাসীর জন্য নয়, সারাদেশের মানুষের স্বপ্নের প্রকল্প। নদীর তলদেশ দিয়ে টানেল নির্মিত হবে, এটা কি আমরা এত সহজে কখনও ভাবতে পেরেছি! সেটাই করে দেখিয়েছেন শেখ হাসিনা। এই টানেলের সঙ্গে আমাদের জনগণের আবেগ-অনুভূতি জড়িত। এজন্য টানেলের উদ্বোধনী আয়োজনের বাইরে গিয়ে উৎসবের আয়োজন করেছি। হাজার হাজার মানুষ আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে এভাবে সাড়া দেবে, এটা ভাবতেও পারিনি।’

বিজ্ঞাপন

এর আগে, উৎসবে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, ‘চট্টগ্রামের প্রথম নির্বাচিত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর প্রথম নির্বাচনে ২৮ দফার মধ্যে একটি দফা ছিল নদীর তলদেশে টানেল নির্মাণ। মহিউদ্দিন চৌধুরীর প্রতি সম্মান জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রামকে টানেল নির্মাণের উপযুক্ত স্থান হিসেবে বেছে নিয়েছেন, এজন্য আমরা চট্টগ্রামবাসী গর্বিত। প্রধানমন্ত্রীর আগমনকে উৎসবমুখর করতে দুই দিনব্যাপী টানেল উৎসবের আয়োজন করা হয়েছে। চট্টগ্রামের প্রতিটি নাগরিকের হৃদয়ে আমরা প্রধানমন্ত্রীর আগমণ বার্তা পৌঁছাতে চাই।’

‘প্রধানমন্ত্রী নির্বাচনের আগে বলেছিলেন- চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব আমি নিজের কাঁধে তুলে নিলাম। তার কথার বাস্তব প্রতিফলন আজ দেখতে পাচ্ছে চট্টগ্রামবাসী। চট্টগ্রামের উন্নয়নে একের পর এক মেগাপ্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।’

টানেল নির্মাণ করায় কর্ণফুলী নদীর দুই তীরে দু’টি শহর গড়ে উঠবে মন্তব্য করে তিনি বলেন, ‘চীনের সাংহাই শহরের মতো ওয়ান সিটি টু টাউন হবে। পতেঙ্গা ও আনোয়ারাকে যুক্ত করবে এ টানেল। টানেলকে ঘিরে চট্টগ্রাম-কক্সবাজারের পর্যটন শিল্পের বিকাশ ঘটবে। এশিয়ান হাইওয়ের সঙ্গে সংযোগ স্থাপন হবে। কর্ণফুলী নদীর পূর্ব প্রান্তের প্রস্তাবিত শিল্প এলাকার উন্নয়ন হবে এবং পশ্চিম প্রান্তে চট্টগ্রাম শহরের সঙ্গে উন্নত ও সহজ যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে।’

‘আমরা করব জয়’ সংগঠনের ব্যানারে আয়োজিত ‘টানেল উৎসবে’ সভাপতিত্ব করেন নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু। বক্তব্য দেন নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো. ইলিয়াছ, নগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন, সাবেক ছাত্রলীগ নেতা জহির উদ্দিন মো. বাবর, বন্দর থানার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, ডবলমুরিং থানার যুগ্ম আহবায়ক দোস্ত মোহাম্মদ, সৈয়দ মো. জাকারিয়া, ইদ্রিস কাজেমী, মহরম আলী, আব্দুর রহমান মিয়া, নুরুল আলম, জয়নাল আবেদীন চৌধুরী আজাদ, নুরুল আলম, মো. আলী, ওয়াহিদুল আলম, শাহাদাত হোসেন, কাউন্সিলর জিয়াউল হক সুমন, পুলক খাস্তগীর, আব্দুস সালাম মাসুম, নুরজাহান রুবী, হুরে আরা বিউটি, আজম খান, নুরুল কবির, মো. হোসেন, মো. ইলিয়াছ, মোরশেদ আলম, আফরোজা খানম, নাসিমা আকতার, সাজ্জাদ হোসেন, রেজাউল করিম ইরান, সমীর মহাজন লিটন, জাইদুল ইসলাম দুর্লভ, আব্দুর রহিম জিল্লু, রাজীব হাসান রাজন, মো. ওয়াসিম, ওয়াসিম আকরাম, ফেরদৌস মাহমুদ আলমগীর, পাভেল ইসলাম, নাঈম রনি, জয়নাল উদ্দিন জাহেদ, নোমান চৌধুরী, সুজন বর্মণ, হাসানুল আলম।

সারাবাংলা/আরডি/পিটিএম

কর্ণফুলী নদী টপ নিউজ টানেল উৎসব বঙ্গবন্ধু টানেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর