‘পোলিওমুক্ত বিশ্ব গড়তে রোটারিয়ানদের অবদান সবচেয়ে বেশি’
২৫ অক্টোবর ২০২৩ ১৭:৫২
ঢাকা: ‘পোলিওমুক্ত বিশ্ব গড়তে রোটারিয়ানদের অবদান সবচেয়ে বেশি। ১৯৮৫ সাল থেকে বাংলাদেশে পোলিও টিকাদানের মাধ্যমে সংগঠনটি স্বাস্থ্য ও সামাজিক খাতে অবদান রেখে আসছে। ফলশ্রুতিতে, বাংলাদেশ শতভাগ পোলিও মুক্ত হয়েছে।’
বুধবার (২৫ অক্টোবর) ঢাকা রিপোটার্স ইউনিটিতে ‘বিশ্বকে পোলিওমুক্ত করতে রোটারির অবদান’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন রোটারি ডিস্ট্রিক ৩২৮১ এর গভর্নর মো. আশরাফুজ্জামান নান্নু। ২৪ অক্টোবর বিশ্ব পোলিও দিবস উপলক্ষে ‘পোলিও মুক্ত বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে সভার আয়োজন করা হয়। সারাবিশ্বের মতো বাংলাদেশে ‘রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক ৩২৮১, বাংলাদেশ’ এর পক্ষ থেকে রোটারি ক্লাব অফ ধানমন্ডি সেন্ট্রাল এ অনুষ্ঠানের আয়োজন করে।
সভায় গভর্নর মো. আশরাফুজ্জামান নান্নু বলেন, ‘চার দশকেরও বেশি সময় ধরে রোটারি বিশ্বব্যাপী পোলিও নির্মূলে কাজ করে যাচ্ছে। ১৯৭৯ সালে ফিলিপাইনে শিশুদের টিকা দেওয়ার মাধ্যমে শুরু হওয়া রোটারির পোলিওমুক্ত বিশ্ব প্রকল্প এখন সফলতার কাছাকাছি চলে এসেছে। বাংলাদেশ কার্যত ২০০৭ সাল থেকে পোলিওমুক্ত হলেও প্রতিবেশী দেশগুলোতে পোলিও আক্রান্ত থাকায় বাংলাদেশ কিছুটা পোলিও ঝুঁকিতে রয়েছে। তাছাড়া পৃথিবীর যে কোনো প্রান্তে একজন পোলিও আক্রান্ত বিদ্যমান থাকলেও আমরা পৃথিবীকে ঝুঁকিমুক্ত বিবেচনা করবো না। বিশ্ব পোলিও দিবস উপলক্ষ্যে আমাদের অঙ্গীকার পোলিওমুক্ত বিশ্ব চাই।’
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুসালিন নোমানী বলেন, ‘রোটারি সদস্যরা আর্ত মানবতার সেবায় সবার আগে এগিয়ে আসে। তেমনি পোলিওমুক্ত বাংলাদেশ গড়তে তাদের অবদান অনস্বীকার্য। তারা এখন বাংলাদেশের বাইরেও ববহির্বিশ্বে বিশেষ করে আফগানিস্তান ও পাকিস্তানের দুর্গম সীমান্ত এলাকায় অত্যন্ত ঝুঁকি নিয়ে পোলিও টিকা ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে। যা অত্যন্ত প্রশংসার দাবি রাখে।’
সভায় আরও বক্তব্য রাখেন ডিস্ট্রিক পোলিওপ্লাস কমিটি চেয়ার ডিজিই (ডিত্তিক-৩২৮৩) ইব্রাহীম খলিল আল-জায়েদ পিনাক, ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট হাফিজ ইউ বিপ্লব, পিডিজি এস এ এম শওকত হোসেন, ডিস্ট্রিক্ট গভর্নর নোমিনি মো. শাহিদুল বারী, প্রোগ্রাম চেয়ার রোটারিয়ান টিআইএম নুরুল কবির, প্রোগ্রাম কো-অর্ডিনেটর শফিউল আলম উজ্জ্বলসহ অনেকে।
সারাবাংলা/এমও