‘২৮ অক্টোবর জান-মালের ক্ষতি হতে দেবে না সরকার’
২৫ অক্টোবর ২০২৩ ১৭:৩১ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৩ ১৮:৫০
ঝিনাইদহ: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী ২৮ অক্টোবর বিএনপি ঢাকায় যে মহাসমাবেশ ডেকেছে আমরা তাতে বাধা দিচ্ছি না, দেবও না। কিন্তু মানুষের জান-মালের ক্ষতি করার চেষ্টা করলে সরকার তা হতে দেবে না।
বুধবার (২৫ অক্টোবর) দুপুরে ঝিনাইদহের কোটচাঁদপুরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপাকালে তিনি এ কথা বলেন। কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণে নব-নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। এদিন মহেশপুরের ভৈরভায় ২০ শষ্যা বিশিষ্ট হাসপাতালেরও উদ্বোধন করেন মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি ঢাকায় কর্মসূচির ডাক দিয়েছে আমরা সেটা রাজনৈতিভাবে মোকাবিলা করবো। রাজনৈতিক কর্মসূচির নামে নাশকতার চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে। এ বিষয় সরকারের যথেষ্ট প্রস্তুতি আছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল আজম খান চঞ্চল প্রমুখ উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এনইউ