Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৈয়দ আবুল হোসেনের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

স্টাফ করেসপেন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৩ ১৬:০১ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৩ ১৬:০৮

ঢাকা: সাবেক যোগাযোগমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার (২৫ অক্টোবর) এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, মরহুম সৈয়দ আবুল হোসেন ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন ভদ্র মানুষ। কথিত ‘দুর্নীতির ষড়যন্ত্রে’ তাকে অভিযুক্ত করা হলেও তিনি নির্দোষ প্রমাণিত হন।

শোকবার্তায় তিনি আরও বলেন, সৈয়দ আবুল হোসেনের মতো একজন দেশপ্রেমিক জনদরদী ব্যক্তিত্বের মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হলো। দেশের কল্যাণে আবুল হোসেনের আত্মত্যাগ জাতি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

পররাষ্ট্রমন্ত্রী মরহুম সৈয়দ আবুল হোসেনের রূহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টা ৫মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ আবুল হোসেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

সৈয়দ আবুল হোসেন ১৯৫১ সালে মাদারীপুরে জন্মগ্রহণ করেন। ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি সপ্তম, অষ্টম ও নবম সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

সারাবাংলা/আইই

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর