Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৈয়দ আবুল হোসেনের মৃত্যুতে বস্ত্র ও পাটমন্ত্রীর শোক

সারাবাংলা ডেস্ক
২৫ অক্টোবর ২০২৩ ১২:৫৬ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৩ ১৫:৩৭

ঢাকা: সাবেক যোগাযোগমন্ত্রী ও আওয়ামী লীগ দলীয় মাদারীপুর- ৩ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ আবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

বুধবার (২৫ অক্টোবর) সকালে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের থেকে পাঠানো এক বার্তায় এই শোক জানান মন্ত্রী।

শোক বার্তায় সৈয়দ আবুল হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান বস্ত্র ও পাটমন্ত্রী।

এর আগে, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টা ৫মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ আবুল হোসেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

সৈয়দ আবুল হোসেন ১৯৫১ সালে মাদারীপুরে জন্মগ্রহণ করেন। ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি সপ্তম, অষ্টম ও নবম সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

সারাবাংলা/এনএস

টপ নিউজ বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক সৈয়দ আবুল হোসেন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর