Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘূর্ণিঝড় হামুনের প্রভাব পড়েনি বরিশালে, লঞ্চ চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৩ ১১:০৭ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৩ ১৩:০৩

বরিশাল: বরিশালের উপকূলীয় ও নিম্ন অঞ্চলে ঘূর্ণিঝড় হামুনের হালকা প্রভাব পড়লেও অন্যান্য অঞ্চলে তেমন প্রভাব পড়েনি। মঙ্গলবার (২৪ অক্টোবর) সারাদিন মেঘলা আকাশ ও গুমোট আবহাওয়া বিরাজ করলেও তা কেটে গেছে। বুধবার (২৫ অক্টোবর) সকালে উঠেছে রোদ।

এদিকে ঘূর্ণিঝড় হামুনের প্রভাব কেটে যাওয়ায় পর বরিশাল থেকে সব ধরনের নৌযান চলাচল শুরুর নির্দেশনা দিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। এর আগে, মঙ্গলবার সকাল ১০টা থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

বরিশাল নদী বন্দর কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, ঘূর্ণিঝড় হামুনের বিপদ কেটে যাওয়ায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে সব ধরনের নৌযান চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আজ সকাল ৮টা থেকে সব রুটে নৌ যান চলাচল শুরু হয়েছে।

বরিশাল আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহমেদ জানান, হামুন কক্সবাজারে আঘাত হেনেছে। যে কারণে দক্ষিণাঞ্চলের ওপরে তেমন প্রভাব দেখা যায়নি। এই অঞ্চলের শঙ্কা কেটে গেছে। তবে ঘূর্ণিঝড় পরবর্তী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাতাসের আর্দ্রতা, গতিবেগ স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন:

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

‘ঘূর্ণিঝড় হামুন’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর