Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালী-১ আসনে উপনির্বাচন ২৬ নভেম্বর

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৩ ২৩:৩৪

ঢাকা: পটুয়াখালী-১ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৬ নভেম্বর ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন বৈঠক শেষে তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিবালয়ের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

কমিশন সভায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্ব করেন। এতে অন্য চার নির্বাচন কমিশনারও উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে কমিশনের ২৫তম সভা অনুষ্ঠিত হয়।

সচিব বলেন, ‘ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ২ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৯ নভেম্বর। আর ভোটগ্রহণ ২৬ নভেম্বর। ভোট নেওয়া হবে ব্যালট পেপারে।’

উল্লেখ্য, পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া গত শনিবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এতে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

সারাবাংলা/পিটিএম

উপনির্বাচন পটুয়াখালী-১

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর