Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জামায়াত স্বাধীনতাবিরোধী, তাদের সমাবেশের অনুমতি দেওয়া হবে না’

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৩ ২২:১৮ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৩ ১১:১৬

ঢাকা: আগামী ২৮ অক্টোবর রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে জামায়াত স্বাধীনতাবিরোধী সংগঠন বলে তাদের সভা-সমাবেশের অনুমতি দেওয়া হবে না— এমনটাই জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২৪ অক্টোবর) নিজ কার্যালয়ে ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার এ তথ্য জানান।।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত মতিঝিলের শাপলা চত্বরে জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। যতটুকু জেনেছি তাদের সভা-সমাবেশের অনুমতি দেওয়া হবে না। কারণ জামায়াতে ইসলামী স্বাধীনতাবিরোধী একটি রাজনৈতিক দল। যে দলটি যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত। যার শীর্ষস্থানীয় নেতাদের যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি কার্যকর করা হয়েছে। জামায়াতে ইসলামীকে সমাবেশ করার অনুমতি দেওয়ার কোনো সুযোগ-ই নেই।’

বিপ্লব কুমার সরকার বলেন, ‘অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে জামায়াতে ইসলামীর পার্থক্য রয়েছে। অন্য রাজনৈতিক দল যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত নয়। জামায়াতের নিবন্ধনও বাতিল করা হয়েছে।’

অনুমতি না পেলেও যদি তারা সভা-সমাবেশ করতে চায় সেক্ষেত্রে পুলিশের ভূমিকা কী হবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে অধ্যাদেশ রয়েছে, পুলিশ কমিশনারের অনুমতি ছাড়া কেউ কোনো সভা-সমাবেশ করতে পারবে না। জামায়াতে ইসলামী যদি কমিশনারের অনুমতি ছাড়া সভা-সমাবেশ করতে চায় তবে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, জামায়াত আমিরসহ নেতাকর্মী, আলেম-ওলামাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে ২৮ অক্টোবর সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াত। গত ২৩ অক্টোবর সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপির কাছে আবেদন করে জামায়াত।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। ইতোমধ্যে তারা সমাবেশের প্রস্তুতিও শুরু করেছে।

সারাবাংলা/ইউজে/পিটিএম

অনুমতি জামায়াত ইসলামী বাংলাদেশ টপ নিউজ সমাবেশ স্বাধীনতাবিরোধী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর