Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার ইসরাইলের ২ বন্দিকে মুক্তি দিল হামাস

আন্তর্জাতিক ডেস্ক
২৪ অক্টোবর ২০২৩ ১২:১৫ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৩ ১৪:৩০

বাম থেকে নুরিত কুপার এবং ইয়োচেভেদ লিফশিটজ, ছবি: দ্য টাইমস অব ইসরাইল

ইসরাইলের দুই বন্দিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইতোমধ্যে তারা তেল আবিবে পৌঁছে গেছেন। বর্তমানে তারা হাসপাতালে রয়েছেন। ‘মানবিক’ এবং স্বাস্থ্যগত কারণে দুই নারীদের মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে হামাস। খবর বিবিসি, আলজাজিরা।

মুক্তিপ্রাপ্ত দুই ইসরাইলি নাগরিক হলেন— নুরিত কুপার (৭৯) এবং ইয়োচেভেদ লিফশিটজ (৮৫)। গতকাল সোমবার (২৩ অক্টোবর) গভীর রাতে তাদের মুক্তি দেয় হামাস।

বিজ্ঞাপন

এই দুই নারীর মুক্তির মধ্যস্থতায় সহায়তার জন্য মিশরকে ধন্যবাদ জানিয়েছে ইসরাইল। এছাড়া রেড ক্রস তাদের দেশে ফিরিয়ে আনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

আরও পড়ুন: দুই মার্কিন জিম্মিকে মুক্তি দিলো হামাস

তবে কুপারের স্বামী আমিরাম (৮৫) এবং লিফশিটজের স্বামী ওদেদ (৮৩) এখনো গাজায় হামাসের হাতে বন্দি রয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি কর্মকর্তারা।

এদিকে দ্য টাইমস অব ইসরাইল জানিয়েছে, বন্দি হওয়ার পর তাকে হামাস কোথায় রেখেছিল তা ইয়োচেভেদ লিফশিটজ জানেন না বলে ইয়ানেট নিউজ’কে জানান।

এর আগে, মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক নাগরিক জুডিথ রানান এবং তার মেয়ে নাটালিকে মুক্তি দিয়েছিল হামাস। গাজায় হামাসের হাতে এখনো বিদেশিসহ প্রায় ২০০ অধিক ইসরাইলি জিম্মি রয়েছেন।

সারাবাংলা/এনএস

ইসরাইল ফিলিস্তিন হামাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর