Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানবতাবিরোধী অপরাধ: ধোবাউড়ার রশিদের শর্ত সাপেক্ষে জামিন

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৩ ২০:২৫

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার আব্দুর রশিদকে স্বাস্থ্যগত কারণে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

জামিনে থাকাকালে মামলার শুনানির দিন আব্দুর রশিদকে আদালতে হাজির থাকতে হবে। এ ছাড়া জামিনে থাকা অবস্থায় কোনো গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেন না। এমনকি মামলার সাক্ষীর সঙ্গে যোগাযোগ বা সাক্ষীকে কোনো ধরনের হুমকি দিতে পারবেন না।

বিজ্ঞাপন

বুধবার (২৩ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চ এই আদেশ দেন।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন দায়িত্বরত চিফ প্রসিকিউর সৈয়দ হায়দার আলী ও প্রসিকিউটর ঋষিকেশ সাহা। আসামিপক্ষে ছিলেন আইনজীবী গাজী এমএইচ তামিম।

পরে হায়দার আলী জানান, এ মামলায় মোট পাঁচজন আসামির মধ্যে চারজন গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন। এর আগে, তিন জনের জামিন হয়েছে। আজ (২৩ অক্টোবর) বাকি একজনের জামিন হলো। এ ছাড়া অপর এক আসামি মারা গেছেন।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

অপরাধ ট্রাইব্যুনাল জামিন মানবতাবিরোধী অপরাধ

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর