Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লার কাউন্সিলর সোহেল হত্যা: আসামি আলমের জামিন স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৩ ১৮:৫৩

ফাইল ছবি

ঢাকা: কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল এবং আওয়ামী লীগ কর্মী হরিপদ সাহা হত্যায় আসামি মো. আলমকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

সোমবার (২৩ অক্টোবর) বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী। অন্যদিকে আসামি পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী জানান, গত ১৯ অক্টোবর বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই মামলার সাত নম্বর আসামি মো. আলমকে জামিন দেন। আমরা রাষ্ট্রপক্ষ থেকে সেই জামিন স্থগিত চেয়ে আবেদন করেছিলাম। চেম্বার আদালত শুনানি নিয়ে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন।

মামলা থেকে জানা যায়, ২০২১ সালের ২৩ নভেম্বর কুসিকের ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল ও আওয়ামী লীগ কর্মী হরিপদ সাহাকে গুলি করে হত্যার ঘটনায় ২১ জনের বিরুদ্ধে মামলা হয়।

মামলায় ১১ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা ১০ জনকে আসামি করা হয়। এ মামলার প্রধান আসামি নগরীর সুজানগর এলাকার শাহ আলম। আর তারই ভাই মামলার সাত নম্বর আসামি মো. আলম।

অন্য আসামিরা হলেন, নবগ্রামের শাহ আলমের ছেলে জেল সোহেল, সুজানগরের রফিক মিয়ার ছেলে সাব্বির হোসেন, একই এলাকার কানু মিয়ার ছেলে সুমন, সংরাইশের কাকন মিয়ার ছেলে সাজন, তেলিকোনার আনোয়ার হোসেনের ছেলে রকি, সুজানগরের জানু মিয়ার ছেলে আলম, একই এলাকার নুর আলীর ছেলে জিসান মিয়া, সংরাইশের মঞ্জিল মিয়ার ছেলে মাসুম, নবগ্রামের সামছুর হকের ছেলে সায়মন ও সুজানগরের কানাই মিয়ার ছেলে রনি। তাদের মধ্যে সুমনকে গ্রেফতার করেছে র‌্যাব।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/এনইউ

কাউন্সিলর টপ নিউজ সোহেল হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর