Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০২৪ সালে সরকারি ছুটি ২২ দিন, দুদিন পড়েছে শুক্রবারে

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৩ ১৮:২২

ঢাকা: ২০২৪ সালের জন্য সরকারি ছুটির তালিকায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। চলতি ২০২৩ সালের মতো আগামী বছরেও সরকারি ছুটি থাকছে ২২ দিন। এর মধ্যে সাপ্তাহিক শুক্রবারে পড়েছে দুদিন।

সোমবার (২৩ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় বৈঠক অনুষ্ঠিত হয়।

মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। তিনি বলেন, বছরের শেষ দিকে পরের বছরের সরকারি ছুটির তালিকা চূড়ান্ত করা হয়। আগামী বছরের ছুটির তালিকা আমরা করেছিলাম। মন্ত্রিসভা সেই তালিকা অনুমোদন দিয়েছে। জাতীয় দিবস ও বিভিন্ন ধর্মীয় উৎসব এবং অন্যান্য উপলক্ষ মিলিয়ে মোট ২২ দিনের ছুটি থাকছে আগামী বছরে।

চলতি ২০২৩ সালেও সরকারি ছুটি ২২ দিন। তবে এর মধ্যে আট দিনই পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র-শনিবারে। আগামী বছর অবশ্য শুক্রবার ছুটি পড়বে মাত্র দুদিন।

সারাবাংলা/টিআর

২০২৪ সালের ছুটি টপ নিউজ মন্ত্রিসভার বৈঠক সরকারি ছুটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর