Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভৈরবে যাচ্ছে উদ্ধারকারী রিলিফ ট্রেন

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৩ ১৮:১০ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৩ ১৮:৩৪

ঢাকা: কিশোরগঞ্জের ভৈরব জংশনের কাছাকাছি গাইনাহাটি এলাকায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় হতাহত হয়েছেন অনেক মানুষ। এরইমধ্যে ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। এ ছাড়া ঢাকা থে‌কে উদ্ধারকারী রি‌লিফ ট্রেন ভৈরবের উদ্দেশে রওনা দিয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, রেলও‌য়ে পু‌লিশ ও রেলও‌য়ে সং‌শ্লিষ্ট কর্মকতারা ২০ মি‌নিট আগে ঢাকা থেকে রওনা হয়েছে। এদিকে দুর্ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

কমলাপুর রেলওয়ে স্টেশনের মাস্টার আফছার উদ্দিন সারাবাংলাকে বলেন, উদ্ধার কাজের জন্য রিলিফ ট্রেন যাচ্ছে। উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল শুরু হবে।

রেলওয়ের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, ঢাকা থেকে একটি কন্টেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। অন্যদিকে বিপরীত দিক থেকে এগারসিন্দুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়েছিল। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারসিন্দুর ট্রেনের শেষের দুই তিনটি বগিতে কন্টেইনারবাহী ট্রেনের ইঞ্জিন আঘাত করে। এতে এগারসিন্দুরের তিনটি বগি উল্টে যায়।

আরও পড়ুন:  ট্রেন দুর্ঘটনায় ১৩ প্রাণহানি, বগির নিচে চাপা পড়েছেন অন্তত ২০ জন

সারাবাংলা/ইউজে/ইআ

ট্রেন দুর্ঘটনা ভৈরব

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর