Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক নিহত


২৩ অক্টোবর ২০২৩ ১৩:১৭

ফাইল ছবি

ঠাকুরগাঁও: জেলার বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

সোমবার (২৩ অক্টোবর) সকালে আমজাখোর ইউপি চেয়ারম্যান আকালু মোহাম্মদ ডোঙ্গা এ তথ্য নিশ্চিত করেন।

নিহত নুরুজ্জামান (৩৮) বালিয়াডাংগী উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই মৃর্দাবস্তি গ্রামের মৃত তসলিম উদ্দীনের ছেলে। তিনি চোরাকারবারীর সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ করেন স্থানীয়রা।

স্থানীয়রা জানায়, গতকাল রোববার (২২ অক্টোবর) দিবাগত রাতে রত্নাই সীমান্তে একটি চোরাকারবারী গ্রুপ কাঁটাতারের বেড়া পার হয়ে গরু আনতে গেলে বিএসএফ’র গুলিতে নুরুজ্জামান নিহত হন। এ সময় চোরাকারবারি দলের নেতা আব্দুল মান্নানসহ বাংলাদেশের প্রায় ৮-১০ জন সদস্য উপস্থিত ছিলেন। অপরদিকে ভারতের প্রায় পাঁচজন সদস্য উপস্থিত ছিলেন।

স্থানীয়রা আরও জানায়, ওই চোরাকারবারীর সদস্যরা গরু, মাদকসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত।

বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও-৫০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল তানজির আহম্মদ বলেন, ‘ঘটনাটি শোনার পর আমরা তদন্ত করছি।’

টপ নিউজ ঠাকুরগাঁও

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর