Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদায়ের সুর নিয়ে আজ মহানবমী

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৩ ০৮:৪৫ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৩ ১৩:৩৪

ছবি: শ্যামল নন্দী

ঢাকা: শারদীয় দুর্গাপূজার আজ চতুর্থদিন, মহানবমী। আগামীকাল বিজয়া দশমীতে বিদায় নেবেন দেবী দুর্গা। তাই বলা চলে দুর্গোৎসবের শেষ দিন আজ।

সোমবার (২৩ অক্টোবর) সকাল ৯টা ৫৮ মিনিটের মধ্যে দেবীর মহানবমী কল্পারম্ভ ও মহানবমী বিহিত পূজা অনুষ্ঠিত হবে। পূজা শেষে যথারীতি পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ ও সন্ধ্যায় থাকবে আরতি।

শাস্ত্রমতে মহানবমী বা দুর্গা নবমী হলো অসুরিক শক্তি বধের বিজয়ের দিন। সনাতন ধর্মে দুর্গা নবমীর অনেক গুরুত্ব রয়েছে। মহা নবরাত্রিতে দেবী দুর্গার আরাধনার গুরুত্বও অনেক।

শ্রী শ্রী চণ্ডী অনুযায়ী, দুর্গা রুদ্ররূপ (মা কালী) ধারণ করে মহিষাসুর এবং তার তিন যোদ্ধা চণ্ড, মুণ্ড এবং রক্তবিজকে হত্যা করেন। নবমী তিথি শুরুই হয় সন্ধিপূজা দিয়ে। সন্ধিপূজা হয় অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট ও নবমীর সূচনার প্রথম ২৪ মিনিট জুড়ে। মূলত দেবী চামুণ্ডার পূজা হয় এই সময়ে। ১০৮ মাটির প্রদীপ জ্বালিয়ে ও ১০৮টি পদ্মফুল নিবেদন করা হয় দেবীর চরণে। আর ঠিক এই কারণে পূজার মন্ত্রেও সেই বিশেষত্ব উল্লেখ করা হয়েছে।

নবমীর আরও একটি বিশেষত্ব হলো হোম যজ্ঞ। কিছু ব্যতিক্রম ছাড়া নবমীতেই মূলত হোম হয়ে থাকে। এতে ২৮টা বা ১০৮টা নিখুঁত বেলপাতা লাগে। বালি দিয়ে যজ্ঞের মঞ্চ বানিয়ে বেলকাঠ ঠিকভাবে নিয়ম মতো সাজিয়ে পাটকাঠি দিয়ে আগুন ধরিয়ে ঘি’তে চুবিয়ে বেলপাতাগুলো নিবেদন করা হয়। তারপর সবার শেষে একটি কলা চেলীতে বেঁধে পান নিয়ে সেটা ঘি’তে চুবিয়ে পূর্ণাহুতি দেওয়া হয়। তারপর তার মধ্যে দই দেওয়া হয় ও দুধ দিয়ে আগুন নেভানো হয়।

অন্যদিকে, নবরাত্রির নবমীতে দুর্গার ৯টি রূপ হিসেবে মেয়েদের পূজা করে খাওয়ানোর রীতিও রয়েছে।

বিজ্ঞাপন

সারা বছর ধরে সনাতন ধর্মাবলম্বীদের যে উৎসবের জন্য অপেক্ষা করা হয়, তার বিদায় ঘণ্টা বাজিয়ে দেয় এই নবমী নিশি। মহানবমীর দিনেই দেবী দুর্গাকে প্রাণভরে দেখে নেওয়ার সময়। পরদিন কেবল বিজয়া ও বিসর্জনের পর্ব।

সারাবাংলা/আরএফ/এনএস

দুর্গাপূজা ২০২৩ দুর্গোৎসব মহানবমী শারদীয় দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজা ২০২৩

বিজ্ঞাপন

ফর্মে ফিরেও বাবরের আক্ষেপ
৬ জানুয়ারি ২০২৫ ১২:২১

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর