Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পূজা নির্বিঘ্ন করতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে’

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৩ ২৩:৫১ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৩ ০১:২৯

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আইজিপি আব্দুল্রাহ আল-মামুন। ছবি: সারাবাংলা

ঢাকা: দেশে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব তথা দুর্গাপূজা পালন করতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। বিসর্জনের মধ্য দিয়ে নিরাপদে ও নির্বিঘ্নে দুর্গোৎসব সম্পন্ন হবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন।

রোববার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পূজামণ্ডপ পরিদর্শন ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন স্থাপন করেছে। সারাদেশে শান্তিপূর্ণভাবে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে। এ উৎসবে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে একাত্মতা প্রকাশের জন্য আমরা এখানে এসেছি।

কোনো দুষ্কৃতিকারী যেন কোনো সুযোগ না নিতে পারে, বিশেষ করে শেষ রাতে কোনো অঘটন যেন ঘটাতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আইজিপি।

পরে পুলিশ প্রধান স্বামীবাগ রোডের শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইউজে/টিআর

আইজিপি আব্দুল্লাহ আল মামুন ঢাকেশ্বরী জাতীয় মন্দির দুর্গাপূজা

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর