Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাশকতার মামলা দ্রুত নিষ্পত্তিতে প্রধান বিচারপতিকে অনুরোধ

স্টাফ করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৩ ১৮:১৭ | আপডেট: ২২ অক্টোবর ২০২৩ ১৯:৫৯

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন

ঢাকা: নাশকতার মামলাসহ পুরোনো সব মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের প্রতি অনুরোধ করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

রোববার (২২ অক্টোবর) নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

অ্যাটর্নি জেনারেল বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা, অগ্নিসন্ত্রাসের ঘটনায় নাশকতার মামলাসহ পুরোনো সব মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিতে প্রধান বিচারপতিকে অনুরোধ করেছি।

তিনি বলেন, প্রধান বিচারপতিকে সংবর্ধনার দিনে সিভিল, ক্রিমিনাল ও রিট সংক্রান্ত যত পুরোনো মামলা আছে সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করতে অনুরোধ করেছি।

তিনি বলেন, কয়েক দিন আগে প্রধান বিচারপতি আমাদের নিয়ে বসেছিলেন, সেদিনও পুরোনো মামলা নিষ্পত্তির কথা বলেছি। গতকাল প্রধানমন্ত্রী নাশকতার মামলার দ্রুত নিষ্পত্তির কথা বলেছেন। আমি আবারও প্রধান বিচারপতিকে অনুরোধ করবো সব পুরোনো মামলা দ্রুত নিষ্পত্তি করতে।

এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে আদালতে সাক্ষী হাজির নিশ্চিত করতে পাবলিক প্রসিকিউটরদেরও (পিপি) পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সারাবাংলা/কেআইএফ/এনইউ

অ্যাটর্নি জেনারেল নাশকতা প্রধান বিচারপতি মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর