সংসদের ২৫তম অধিবেশনের সভাপতিমণ্ডলীর সদস্য হলেন যারা
স্পেশাল করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৩ ১৭:২৮ | আপডেট: ২২ অক্টোবর ২০২৩ ১৮:০০
২২ অক্টোবর ২০২৩ ১৭:২৮ | আপডেট: ২২ অক্টোবর ২০২৩ ১৮:০০
ঢাকা: একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশনের পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত করা হয়েছে। রোববার (২২ অক্টোবর) বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। এরপর স্পিকার সভাপতিমণ্ডলীর সদস্যদের নাম ঘোষণা করেন।
সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- উপাধ্যক্ষ আব্দুস শহীদ, ধীরন্দ্র দেবনাথ শম্ভু, তানভির শাকিল জয়, কাজী ফিরোজ রশীদ ও নার্গিস রহমান।
স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তালিকার মধ্যে প্রথম থেকে নামের অনুসারে এরা অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন।
সারাবাংলা/এ এইচ এইচ/এনইউ