Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সর্বজনীন পেনশনের ১১ কোটি ৩১ লাখ টাকা ট্রেজারি বন্ডে বিনিয়োগ’

স্পেশাল করসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৩ ১৬:০৩ | আপডেট: ২২ অক্টোবর ২০২৩ ১৬:২৭

ফাইল ছবি

ঢাকা: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সর্বজনীন পেনশন স্কিমে ১৫ হাজার জন চাঁদা দিয়েছেন। তাদের জমা দেওয়া চাঁদার পরিমাণ ১২ কোটি ৪৫ লাখ টাকার বেশি। জমা পড়া চাঁদার টাকা ইতোমধ্যে সরকার বিনিয়োগ করতে শুরু করেছে। প্রাথমিকভাবে ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডে ১১ কোটি ৩১ টাকা বিনিয়োগ করা হয়েছে।

রোববার (২২ অক্টোবর) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিনিয়োগের তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বিজ্ঞাপন

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘বাংলাদেশের অর্থনীতি সঠিকভাবে এগিয়ে যাচ্ছে। আমাদের এখন ২০ থেকে ২২ বিলিয়ন ডলার রিজার্ভ রয়েছে। আমাদের সম্পর্কে আইএমএফ ও ওয়ার্ল্ড ব্যাংকও বলছে বাংলাদেশের অর্থনৈতিক চালিকাশক্তি সবদিক মিলিয়ে সঠিকভাবে এগিয়ে যাচ্ছে।’

অর্থমন্ত্রী বলেন, ‘আমরা আবারও বলব সারা বিশ্বের অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতে হবে। আমরা এককভাবে আমাদের অর্থনীতি চালাতে পারি না। সবাইকে একসঙ্গে মিলেমিশেই এগিয়ে যেতে হবে।’

তিনি বলেন, ‘সবসময় কোনো না কোনো কিছু লেগেই থাকে। একদিকে যুদ্ধ বন্ধ হলে অন্যদিকে আবার আরেক যুদ্ধ শুরু হয়। এবার আপনারাই (সাংবাদিকরা) বলেন, নিয়ন্ত্রণ কীভাবে করবেন। এগুলোর সঙ্গে যে সমস্ত এলাকা জড়িত আছে সেগুলোকে কীভাবে দমন করবেন।’

সারাবাংলা/জিএস/ইআ

সর্বজনীন পেনশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর