Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সম্প্রীতি নষ্ট করতে চাইলে জবাব দিতে প্রস্তুত আছি’

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৩ ২৩:৩১

চট্টগ্রাম ব্যুরো: সনাতন ধর্মাবলম্বীদের নির্ভয়ে দুর্গোৎসব পালনের আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেছেন, কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইলে দাঁতভাঙ্গা জবাব দিতে আমরা প্রস্তুত আছি।

দুর্গাপূজার মহাসপ্তমীতে শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় নিজ নির্বাচনি এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শারদ শুভেচ্ছা পৌঁছে দিতে আমি আপনাদের মাঝে এসেছি। প্রধানমন্ত্রী আপনাদের যথাযথ নিয়মে নিশ্চিন্তে দুর্গাপূজা ও শারদীয় উৎসব পালনের আহ্বান জানিয়েছেন।’

‘আমি আপনাদের নিশ্চিত করে বলতে চাই, আইনশৃঙ্খলা বাহিনী আপনাদের পাশে আছে। আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা আপনাদের পাশে আছে; যাতে আপনারা নিরাপদে ও সুন্দরভাবে উৎসব পালন করতে পারেন।’

নওফেল আরও বলেন, ‘যদি কোনো অপশক্তি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, তাহলে দাঁতভাঙ্গা জবাব দিতে আমরা প্রস্তুত আছি। এ বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ। এদেশে সাম্প্রদায়িক অপশক্তির কোনো স্থান হবে না।’

মণ্ডপ পরিদর্শনে শিক্ষা উপমন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, উপ-দফতর সম্পাদক জহর লাল হাজারী, কাউন্সিলর পুলক খাস্তগীর, আঞ্জুমান আরা আঞ্জু,নগর যুবলীগের সহ-সভাপতি আসহাব রসুল জাহেদ, সাবেক ছাত্রলীগ নেতা ফরহাদুল ইসলাম রিন্টু, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের শিক্ষা ও গবেষণা সম্পাদক রাহুল দাশ ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/পিটিএম

সম্প্রীতি বিনষ্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর