Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অস্থিরতার ডাক দিচ্ছে অশুভ শক্তি, এদের বধ করতে হবে’

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৩ ২২:০০ | আপডেট: ২২ অক্টোবর ২০২৩ ০৯:১৭

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশে একটি অশুভ শক্তি অস্থিরতা ও সন্ত্রাসের ডাক দিচ্ছে। এদের বধ করতে হবে। শনিবার (২১ অক্টোবর) বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে দুর্গা পূজার মণ্ডব পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

মন্দির প্রাঙ্গণে সেতুমন্ত্রী বলেন, ‘সনাতন ধর্মাবলম্বীদের পাশে আওয়ামী লীগ সরকার সবসময়ই আছে। দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে মনিটরিং করছেন। আইনশৃঙ্খলাবাহিনীকে ব্রিফ করেছেন। আগের অশুভ ঘটনাগুলো হিন্দুদের কষ্ট দিয়েছে। এ অপকর্মের পুনরাবৃত্তি চাই না। আশা করি দশমী পর্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।’

বিজ্ঞাপন

সেতুমন্ত্রী বলেন, ‘দেশে রাজনৈতিক অঙ্গন অস্থির, মানুষের মধ্যে আতঙ্ক। আমাদের দেশে রাজনীতিতে যখন অবরোধ শব্দ শুনি, তখন জনগণ আতঙ্কিত হয়। এই অবরোধ কেমন তা জনগণ ২০১৪ সালে দেখেছে। ২০০১ সালে সনাতন ধর্মাবলম্বীরা নির্যাতিত হয়েছে।’

অওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আজ ক্ষমতার পরিবর্তন চাই নির্বাচনের মাধ্যমে। সংবিধান অনুযায়ী নির্বাচন গাইড করবে। একটা দল কর্মীদের বলছে, মাত্র কযেকটা দিন, আর অপেক্ষা নয়। এর হাঁক-ডাক শুরু হয়েছে। মহাযাত্রার মহারণ শুরু। কর্মীদের মিথ্যা আশ্বাস দেওয়া হচ্ছে। সেই কর্মীরা যখন দেখবে ২৮ অক্টোবরের পরিণতি ১০ ডিসেম্বরের মতো অশ্বডিম্ব হবে, তখন বিএনপি নেতাদের কাঠগড়ায় দাঁড় করাবে সেই কর্মীরাই।’

ওবায়দুল কাদের বলেন, ‘২৮ তারিখ আমাদেরও কর্মসূচি আছে। এদিন মহাযাত্রা আমাদেরও আছে। চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেলের মহাযাত্রা শুরু হবে। বিকেলে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জনতার ঢল নামবে।’

বিজ্ঞাপন

বিএনপির প্রতি ওবায়দুল কাদেরে প্রশ্ন, ‘কয়দিন সময় দেবেন? বলে দিচ্ছি, আমাদের সময় নেই। ৪ তারিখে ঢাকায় স্মরণ কালের সর্ববৃহৎ সমাবেশ হবে। মেট্রোরেলের উদ্বোধনে দাওয়াত দিচ্ছি। কোনো মেগা প্রকল্পতো আপনারা করেননি। চুরি করেছেন। দেশের সম্পদ লুট করেছেন, অর্থপাচার করেছেন।’

সেতুমন্ত্রী বলেন, ‘অস্থিরতার ডাক দিচ্ছে অশুভ শক্তি, এদের বধ করতে হবে। রাজনীতির অশুভ শক্তিকেও বধ করতে হবে। উৎসব যাতে শান্তিপূর্ণ থাকে, ২০০১ যাতে আর না হয় সেজন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনা ছাড়া আর কোনো আপনজন নেই সংখ্যালঘুদের। আমরা আপনাদের পাশে আছি, থাকব, ছিলাম।’

অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বক্তব্য দেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লপ বড়ুয়া, সদস্য নির্মল কুমার চ্যাটার্জি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জেএল ভৌমিক ও মহানগর সর্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি মনন্দ্রী কুমার নাথ।

সারাবাংলা/এনআর/পিটিএম

অশুভ শক্তি অস্থিরতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর