নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু
২১ অক্টোবর ২০২৩ ১৯:৫৬
নওগাঁ: নওগাঁর ধামইরহাটে ডিপ টিউবওয়েলের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আব্দুল্লাহ রাফি নামে একজন আহত হয়েছেন।
শনিবার (২১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার জয়জয়পুর গ্রামে ঘটে এ ঘটনা।
নিহতরা হলেন- জয়জয়পুর গ্রামের বাসিন্দা দুলাল হোসেনের ছেলে মোনাব্বের রহমান মনা (২৭) ও একই গ্রামের সোম মুরমুর ছেলে সামছুন মুরমু (৫২)।
স্থানীয়রা জানান, জয়জয়পুর গ্রামের পাশে ফসলের মাঠে সকালে ডিপ টিউবওয়েল স্থাপন করেন মোনাব্বের রহমান মনা ও তার বাবা দুলাল হোসেন। বিদ্যুৎ সংযোগ স্থাপনের পর টিউবওয়েলটির উপরে টিনের চালার ঘর দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মনা, ছোট ভাই রাফি ও দিনমজুর সামছুন মুরমু গুরুত্বর আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মনা ও সামছুনের মৃত্যু হয়। রাফিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দনি ফারুকি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়ছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
সারাবাংলা/ইআ