Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৮ অক্টোবর বিএনপির পতনযাত্রা: তথ্যমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৩ ১৭:১৯ | আপডেট: ২১ অক্টোবর ২০২৩ ১৭:২৩

চট্টগ্রাম ব্যুরো: ২৮ অক্টোবর বিএনপির নিজেদের পতনযাত্রা শুরু হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।

শনিবার (২১ অক্টোবর) দুপুরে নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে চট্টগ্রাম উত্তর জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সংগঠনটির আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থী সবংর্ধনা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, ‘২৮ তারিখ নাকি বিএনপি সরকারের পতনযাত্রা শুরু করবে। গত বছরের ১০ ডিসেম্বর নয়াপল্টন অফিসের সামনে থেকেও সরকারের পতনযাত্রা শুরু করতে চেয়েছিল বিএনপি। সেটি গোলাপবাগের গরুরহাটে গিয়ে মারা পড়েছিল। এবারও সরকারের বিরুদ্ধে পতনযাত্রা শুরু করতে গিয়ে বিএনপি নিজেদের পতনযাত্রা শুরু করবে। আর সরকারের বিরুদ্ধে বিএনপির পতনযাত্রা যমুনা কিংবা বুড়িগঙ্গা নদীতে গিয়ে ডুবে যাবে। চট্টগ্রামে করলে কর্ণফুলী নদী কিংবা বঙ্গোপসাগরে ডুবিয়ে দেওয়া হবে।’

হাছান মাহমুদ বলেন, ‘দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন দেশের ওপর শকুনের দৃষ্টি পড়েছে। সেই শকুনের সহযোগী হয়ে দাঁড়িয়েছে রাজনীতির কাকেরা। জিয়াউর রহমান ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে দল গঠন করেছিলেন বিএনপি। বিভিন্ন দলের নেতারা উচ্ছিষ্ট গ্রহণের জন্য বিএনপিতে জড়ো হয়েছিলেন। ওরা রাজনীতির কাক। শকুন আর রাজনীতির কাকের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে।’

বিএনপির আন্দোলনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘আওয়ামী লীগ জনতা ও রাজপথের দল। আওয়ামী লীগের জন্মই হয়েছে দুঃশাসনের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করার জন্য। ২১ বছর বুকে পাথর বেঁধে বিরোধী দলে থেকে স্বৈরশাসনের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। আমরা জানি, রাজপথে কিভাবে মোকাবিলা করতে হয়। যারা বোরকা পড়ে হাইকোর্টে জামিন নিতে হাজির হন আর কারো ভেলকিতে গর্তে ঢুকে যান, তারা কতটুকু আন্দোলন করবেন আমরা জানি।’

বিজ্ঞাপন

ফিলিস্তিনে ইসরাইলের বর্বরতার বিষয়ে বিএনপি নিশ্চুপ থাকার সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, ‘ফিলিস্তিনে শিশুদের পাখি শিকারের মতো হত্যা করা হচ্ছে। হাসপাতালে বোমা নিক্ষেপ করে ৮০০ মানুষকে হত্যা করা হয়েছে। খ্রিস্টানদের গির্জায় হামলা চালিয়ে ১৮ জনকে হত্যা করা হয়েছে। বিএনপি দেশ পরিচালনা করার স্বপ্ন দেখে। অথচ ফিলিস্তিনে যখন মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘঠিত হচ্ছে, শকুনরা নাখোশ হতে পারে সেই ভাবনায় তারা কোনো কথা বলে না। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।’

‘মানবতার বিরুদ্ধে যখন অপরাধ সংঘঠিত হয়, মার্কিন যুক্তরাষ্ট্রসহ সারা পৃথিবী যখন প্রতিবাদ জানায়, তখনও বিএনপি নিশ্চুপ থাকে। তারা দেশের সমস্ত সম্পদ শকুন লুট করে নিলেও নিশ্চুপই থাকবে। এদের হাতে দেশটাকে তুলে দেওয়া যাবে না।’

সংগঠনটির চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি জাবেদ জাহাঙ্গীর টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মিয়া মনসফ, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান লিটন, সহ সভাপতি গোলাম নওশের আলী, জেলা পরিষদ সদস্য আ ম ম দিলশাদ, উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাবুল।

সারাবাংলা/আরডি/ইআ

২৮ অক্টোবর টপ নিউজ তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর