Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লেবানন সীমান্তে সংঘর্ষে ১ ইসরাইলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২১ অক্টোবর ২০২৩ ১৩:৫৭ | আপডেট: ২১ অক্টোবর ২০২৩ ১৫:৪৩

ইসরাইলে হিজবুল্লাহর হামলা, ছবি: দ্য টাইমস অব ইসরাইল

লেবাননের দক্ষিণ সীমান্তে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নিক্ষেপ করা ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আগুনে একজন ইসরায়েলি সেনা (সংরক্ষিত) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন সেনা আহত হয়েছেন।

শনিবার (২১ অক্টোবর) ইসরাইলের স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানায় আলজাজিরা। গত অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার পর গাজায় বিমান হামলা শুরু করে ইসরাইল। এরপর থেকে লেবানন সীমান্তে ইসরায়েলি সেনাবাহিনী এবং হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাত দিয়ে দ্য টাইমস অব ইসরাইল’র প্রতিবেদনে বলা হয়েছে, লেবানন সীমান্তে ট্যাঙ্ক-বিরোধী ক্ষেপণাস্ত্র হামলায় গতকাল একজন ইসরায়েলি রিজার্ভ সৈন্য নিহত হয়েছেন।

নিহত সৈনিকের নাম ফার্স্ট সার্জেন্ট ওমর বালভা (২২)। তিনি দেশটির হার্জলিয়ার বাসিন্দা ছিলেন।

সারাবাংলা/এনএস

ইসরাইল লেবানন হিজবুল্লাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর