অবশেষে খুলেছে রাফা ক্রসিং
২১ অক্টোবর ২০২৩ ১৩:৩৯ | আপডেট: ২১ অক্টোবর ২০২৩ ১৫:৩১
গাজা থেকে মিশরের প্রবেশপথ রাফা ক্রসিং খোলা হয়েছে। শনিবার (২১ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১০টায় এ প্রবেশদ্বার খুলে দিয়েছে মিশর। এতে মানবিক ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করছে।
তবে কতক্ষণের জন্য এই ক্রসিং খুলা থাকতে পারে সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।
গত ৭ অক্টোবর ইসরাইল ও ফিলিস্তিনের হামাসের যুদ্ধ শুরুর পর রাফা ক্রসিং বন্ধ করে দেয় মিশর ও ইসরাইল। এতে গাজায় লাখো মানুষের জন্য গোটা বিশ্ব থেকে পাঠানো ত্রাণ মিশরে আটকে থাকে। শনিবার ক্রসিং খুলে দেওয়ায় এসব ত্রাণ গাজাবাসীর কাছে যাচ্ছে। মিশরের টেলিভিশন চ্যানেলে দেখা যায়, সারাসারি ট্রাক রাফা ক্রসিং হয়ে গাজায় প্রবেশ করছে। জাতিসংঘ জানিয়েছে, অন্তত ২০টি ত্রাণবাহী ট্রাক গাজায় পৌঁছেছে।
এদিকে গাজায় আটকা পড়েছেন বহু বিদেশি নাগরিক। রাফা ক্রসিং খুললে তারা বের হতে পারবেন বলে আশা করা হচ্ছে।
জেরুজালেমে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে, রাফা ক্রসিং খুললেও সতর্ক থাকতে হবে। কেননা, যেকোনো সময় মিসাইল বা সেনা হামলার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে সতর্কতার সঙ্গে ক্রসিং পার হতে হবে।
সারাবাংলা/আইই