Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে ১৩৪টি মন্দিরে অনুদান দিলেন পারভেজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২৩ ১৯:১৮ | আপডেট: ২১ অক্টোবর ২০২৩ ১৩:২৩

যশোর: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অনুদান দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ। জেলার অভয়নগর উপজেলায় ১৩৪টি পূজা মণ্ডপে এই অনুদান দেন তিনি।

উপজেলার নওয়াপাড়া বাজারে নিজ রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার (২০ অক্টোবর) বিকেলে এ অনুদান বিতরণ করেন আরশাদ পারভেজ। তিনি যশোর-৪ (অভয়নগর বাঘারপাড়া ও বসুন্দিয়া) নির্বাচনী এলাকার নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী।

বিজ্ঞাপন

অনুদান প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামকৃষ্ণ আশ্রমের সভাপতি গৌর চন্দ্র বিশ্বাস। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, হিন্দু খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক সমরেশ বৈরাগী ও মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক শেখর কুমার বর্মণ প্রমুখ।

এই অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা তাঁতী লীগের সভাপতি ফারাজী জিয়াউর রহমান জিয়া বাবু ও কিশোর কুমার।

সারাবাংলা/টিএম/এনএস

ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ যশোর

বিজ্ঞাপন

বাধ্য হয়ে জোভান-তটিনীর বিয়ে!
১০ জানুয়ারি ২০২৫ ১৮:১৯

তাসকিনদের ঝলকে জয়ে ফিরল রাজশাহী
১০ জানুয়ারি ২০২৫ ১৮:০০

আরো

সম্পর্কিত খবর