Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গৃহবধূকে হাতুড়ি দিয়ে মাথা থেঁতলে হত্যা: আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২৩ ১৫:০৫ | আপডেট: ২০ অক্টোবর ২০২৩ ১৮:৩১

বগুড়া: বগুড়ায় ঘরে ঢুকে হাতুড়ি দিয়ে মাথা থেঁতলে তাসলিমা আকতার (২২) নামে এক গৃহবধূকে হত্যার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

বগুড়া সদর থানার ওসি সাইহান ওয়ালিউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই গৃহবধূর সঙ্গে ধস্তাধস্তি করা হয়েছে সেই আলামত পাওয়া গেছে। ঘরের বিভিন্নস্থানে রক্তের চিহ্ন রয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাতে শহরের নিশিন্দারা মধ্যপাড়া এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনাটি ঘটে। দুর্বৃত্তরা গৃহবধূর ঘরে ঢুকে হাতুড়ি দিয়ে মাথা থেঁতলে তাকে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ওই গৃহবধূর বসত ঘর থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় তার তিন বছরের ছেলে কজিম গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত তাসলিমা আকতার স্থানীয় সিরাজুল ইসলামের স্ত্রী।

আরও পড়ুন: ঘরে ঢুকে হাতুড়ি দিয়ে গৃহবধূকে হত্যা, ৩ বছরের সন্তান হাসপাতালে

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, সিরাজুল ইসলাম ওই এলাকায় ভাঙাড়ির ব্যবসা করেন। প্রতিদিনের মতো তিনি ব্যবসা প্রতিষ্ঠান থেকে রাত পৌনে ৯টার দিকে বাড়িতে আসেন। বাসায় ফিরে দীর্ঘক্ষণ মোটরসাইকেলের হর্ণ দিলেও কোনো সাড়া শব্দ না পেয়ে বাইরে থেকে লক খুলে ভেতরে প্রবেশ করে স্ত্রীর রক্তাক্ত মরদেহ বারান্দায় পড়ে থাকতে দেখেন। তার ছেলেকে পাশের ঘরে আটকে রাখা হয়েছিল।

পুলিশ জানায়, লাশের পাশে হাতুড়ি পাওয়া গেছে। এমনকি মাথায় ভারি কোনো বস্তু দিয়ে আঘাত করে থেঁতলানোর চিহ্নও পাওয়া গেছে।

পুলিশ আরও জানায়, হাসপাতালে চিকিৎসাধীন শিশুর বক্তব্য গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া সিসি টিভির ফুটেজ থেকে গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান, ঘটনার রহস্য উদঘাটন এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে ডিবিসহ পুলিশের একাধিক টিম কাজ করছে।

সারাবাংলা/এনইউ

আটক গৃহবধূ বগুড়া হত্যা হাতুড়ি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর