সম্পাদকদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
২০ অক্টোবর ২০২৩ ০০:৪৪ | আপডেট: ২০ অক্টোবর ২০২৩ ০০:৪৬
ঢাকা: ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস ‘মিডিয়া ফ্রিডম কোয়ালিশন’-এর সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের প্রতি সমর্থন প্রদর্শনের জন্য বাংলাদেশের প্রধান সংবাদমাধ্যমের সম্পাদকদের আমন্ত্রণ জানান তিনি।
মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, নির্বাচিত নেতাদের কাছ থেকে জবাবদিহিতা চাওয়া গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ দিক। একটি মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের প্রতি সমর্থন দেখানোর জন্য মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের সদস্য এবং প্রধান বাংলাদেশি সংবাদ মাধ্যমের সিনিয়র সম্পাদকদের স্বাগত জানাতে পেরে গর্বিত।
এ সময় ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/আইই