Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ টাকায় ধুতি, ৫ টাকায় পাঞ্জাবি

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২৩ ২০:৩৪

চট্টগ্রাম ব্যুরো: স্টলে স্টলে সাজানো আছে নানা রঙের নতুন শার্ট, ধুতি, পাঞ্জাবি, শাড়িসহ আরও নানা পসরা। এসবের দাম এক থেকে পাঁচ টাকা। শারদীয় দূর্গোৎসবের আগে দুই দিনের জন্য বসেছে এ বাজার। ‘শারদ আনন্দ উৎসব’ নামের এ বাজারের উদ্যোক্তা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও বিদ্যানন্দ ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে নগরীর নতুন ব্রিজ এলাকার রাজবাড়ি কমিউনিটি সেন্টারে সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় এ বাজারের উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

আয়োজনের মধ্যে রয়েছে দুঃস্থ মানুষের জন্য মাত্র সাত টাকার প্যাকেজে চাল, ডাল, তেল, চিনি, আটা, মাছ মাংসসহ নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার ব্যবস্থা। এ ছাড়া সাত টাকার প্যাকেজে কেনা যাবে নতুন শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি, বাচ্চাদের পোশাক। মোট ১৪ টাকার প্যাকেজ। এছাড়া আছে মিষ্টি ও বিশেষ খাবারের আয়োজন।

সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, ‘যেকোনো উৎসবে কেনাকাটার প্রয়োজন হয়। কিন্তু অনেকই আয়ের সঙ্গে ব্যয়ের সঙ্গতি রাখতে পারেন না। তাদের জন্য এ আয়োজন। বিভিন্ন সময় বিদ্যানন্দ এ ধরনের উদ্যোগ নিয়েছে। আমরা তাদের সাধুবাদ জানাই। এরই ধারাবাহিকতায় আজও আমরা এখানে এসেছি। এর মাধ্যমে হয়তো সবার মাঝে আনন্দ ছড়িয়ে দেওয়া সম্ভব হবে না, কিন্তু অনেকের কাছে এটা উদাহরণ সৃষ্টি করবে।’

বিদ্যানন্দের বোর্ড মেম্বার জামাল উদ্দীন সারাবাংলাকে বলেন, ‘দুঃস্থদের অংশগ্রহণ নিশ্চিত করতে নগরীর বিভিন্ন বস্তি এলাকায় সার্ভে করে সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে টোকেন প্রদান করা হয়েছে। এই টোকেন দেখিয়ে পরিবারগুলো এই আয়োজনে অংশ নিতে পারবে। সনাতন ধর্মালম্বীদের পাশাপাশি এই আয়োজন অন্যান্য ধর্মের সুবিধাবঞ্চিত পরিবারও অংশ নিতে পারবে।’

বিজ্ঞাপন

‘এখানে ছোট বাচ্চাদের থ্রি-পিস, শার্ট, প্যান্টের দাম রাখা হয়েছে দুই টাকা আর বড়দের ধুতি,লুঙ্গির দাম চার টাকা এবং শাড়ি-পাঞ্জাবি পাঁচ টাকা করে। উৎসবে নগরীর বিভিন্ন এলাকার এক হাজার পরিবারের মোট তিন হাজার দুঃস্থ মানুষ অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘প্রতীকী মূল্যে চাল, ডাল, তেল, লবণ, আটা, নারকেল, চিনি, গুড়, মাছ, মুরগি, সবজি, বাচ্চাদের শিক্ষা সামগ্রীসহ প্রায় ২৬টি আইটেম কেনার সুযোগ পাবে একেকটি পরিবার। পাশাপাশি সাত টাকার মাঝে পরিবারের জন্য শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি কিংবা বাচ্চাদের জামাকাপড় কেনার সুযোগ দেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রতিটি পরিবার সাধারণ বাজার মূল্যে প্রায় দেড় হাজার টাকা সমমূল্যের পণ্য পাবে।’

সারাবাংলা/আইসি/পিটিএম

টপ নিউজ ধুতি পাঞ্জাবি

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর