Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শেখ হাসিনার কারণেই ভর্তুকি মূল্যে পণ্য পাচ্ছেন’

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২৩ ২৩:০৩

চট্টগ্রাম ব্যুরো: শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই জনগণ ভর্তুকি মূল্যে (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) টিসিবির পণ্য পাচ্ছে।

বুধবার (১৮ অক্টোবর) বিকেলে চকবাজার ওয়ার্ডের কাতালগঞ্জ ও আন্দরকিলা ওয়ার্ডের লালদীঘির পাড় এলাকায় টিসিবি’র কার্যক্রম পরিদর্শন করার সময় তিনি এ মন্তব্য করেন।

এ সময় পণ্য কিনতে আসা কার্ডধারীদের ভর্তুকি মূল্যে ৪৭০ টাকার পণ্য ক্রয় করার সময় ব্যক্তিগত তহবিল থেকে মোট ১৪০০ জনকে ৯৮ হাজার টাকা প্রণোদনা দেন শিক্ষা উপমন্ত্রী।

টিসিবি’র পণ্য বিতরণ নিয়ে অনেক সময় নানা অভিযোগ পাওয়া যায় জানিয়ে নওফেল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে এক কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য দিচ্ছেন। সারাবিশ্বে আজ দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি তার মাঝে বঙ্গবন্ধু কন্যার এ উপহরের কারণে সাধারণ মানুষ অনেক উপকৃত হচ্ছে। টিসিবি’র পণ্য বিতরণে কার্যক্রম নিয়ে নানা অভিযোগ পাওয়া যায়। তাই আমি নিজে প্রতি সপ্তাহে বিভিন্ন বিক্রয় পয়েন্টে গিয়ে তাদের কার্যক্রম তদারকি করব। এবং ভোক্তাদের কোনো সমস্যা আছে নাকি শুনব।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলে আপনারা টিসিবি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে এই পণ্য পাচ্ছেন। বিএনপি-জামায়াত ক্ষমতায় যখন ছিল তখন তারা সাধারণ জনগণের কথা কখনও ভাবেনি। খালেদা জিয়ার কুপুত্র তারেক রহমানের নেতৃত্বে লুটপাটের প্রতিযোগিতায় ব্যস্ত ছিল।’

‘তাই জনগণ আগামী নির্বাচনে বিএনপিকে প্রত্যাখ্যান করে আবারও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে নির্বাচিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখবে।’

বিজ্ঞাপন

এ সময় কাউন্সিলর জহর লাল হাজারী, নুর মোস্তফা টিনু ও রুমকি সেন গুপ্ত উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আইসি/পিটিএম

পণ্য ভর্তুকি মূল্য